সূত্র মারফত জানা যায়, রানীনগরের খেজুরতলা এলাকার এক যুবতীর বিয়ে হয়েছিল জলঙ্গীতে। তাদের দুটো ছেলে মেয়েও রয়েছে। ভালই চলছিল তাদের সংসার। তারপরেই হঠাৎ করেই প্রেমে তছনছ হল সব৷
আরও পড়ুনNorth 24 Parganas News: “ও স্যার আমাদের ছেড়ে যেও না!” শিক্ষক বদলিতে কান্নায় ভেঙে পড়ল ছাত্রছাত্রীরা
রানীনগরের নরেন্দ্রপুর ডুবপাড়া এলাকার এক যুবকের সঙ্গে ফোনে আলাপ হয় মহিলার। স্বামী থাকা সত্ত্বেও তারা পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। যুবক, গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দেন। চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। কেরালা থেকে দশদিন আগে মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রানীনগরে নিয়ে আসেন। মেয়েটি কিছুদিন মায়ের বাড়িতে থাকার পর প্রেমিক তাকে নিয়ে এসে নিজের বাড়িতে না তুলে বন্ধুর বাড়িতে রাখে বলে অভিযোগ, সেখানে জায়গা না হওয়াতে আজ সকালে চা খাওয়ার বাহানায় সেখপাড়া বাজারে রেখে পালিয়ে যায় যুবক।
advertisement
এরপর বাধ্য হয়ে মেয়েটি নরেন্দ্রপুর ডুবপাড়া এলাকায় ছেলের বাড়ির সামনে ধর্নায় বসেন। যদিও ওই ছেলেটি বাড়িতে ছিল না। তার পরিবারের সদস্যরাও তাকে বাড়িতে ঢুকতে দেননি। বিয়ের দাবিতে এখনও তিনি ছেলের বাড়ির সামনেই ধর্না দিয়ে বসে আছেন। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ভিড় জমাতে থাকে স্থানীয় বাসিন্দারা।
এর আগেও মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। বিয়ের দাবিতে ধর্নায় গৃহবধূ থেকে যুবতী। তবে এবার দুই সন্তানের মা বসলেন নতুন করে বিয়ের দাবিতে।
কৌশিক অধিকারী
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F