শনিবার রাতে বিয়েবাড়িতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই মহিলা। যদিও বেশ কয়েকঘণ্টা কেটে গেলেও বাড়ি ফেরেননি ওই গৃহবধূ৷ পরে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে জয়নগরেরই জাঙ্গালিয়া এলাকার একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার করা হয় ওই গৃহবধূকে। মহিলার গোঙানি শুনে স্থানীয় কয়েকজন বাসিন্দা এগিয়ে গিে দেখেন, অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছেন বছর চল্লিশের ওই মহিলা। সেই সময় মহিলার পোশাকও অবিন্যস্ত অবস্থায় ছিল।
advertisement
আরও পড়ুন: সঙ্গমের মাঝেই পুরুষ সঙ্গীর বুকে চেপে বসলেন গৃহবধূ, তার পর…! উত্তর প্রদেশে হাড় হিম করা ঘটনা
স্থানীয় বাসিন্দারাই খবর দেয় পুলিশকে। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে জয়নগর থানার পুলিশ। ওই মহিলা পুলিশের কাছে দাবি করেন, সাবির শেখ নামে তাঁর পরিচিত এক যুবক তাঁকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেছে। নির্যাতনের ফলে তাঁর মৃত্যু হয়েছে ভেবে তাঁকে মাঠের ভিতরে ফেলে চলে যায় ওই যুবক৷ তদন্তে নেমে রবিবার রাতেই পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃত যুবকের সঙ্গে মহিলার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল৷ সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই ওই যুবক গৃহবধূর উপর নির্যাতন করে খুন করার চেষ্টা করে বলে ধারণা পুলিশের৷