নিখোঁজ টুম্পা সাঁতরার শ্বশুরবাড়ি শান্তিপুরে। বাপের বাড়ি পূর্ব বর্ধমানের কালনায়। কল্যাণীতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হয়ে যান। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ টুম্পা সাঁতরার বাবা মধু ধারা গত ৮ আগস্ট শান্তিপুর থানায় মেয়ের নিখোঁজ ডায়েরি করেন। জানান, আগের দিন অর্থাৎ ৭ আগস্ট সকাল ৯ টা থেকে তাঁর মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। শ্বশুরবাড়ি থেকে অর্থাৎ শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েত এলাকার ধারা পাড়া থেকে সকাল ন’টা নাগাদ ডাক্তার দেখাবেন বলে কল্যাণীর উদ্দেশ্যে রওনা হয়েছিলে। তারপর থেকেই আর সন্ধান নেই।
advertisement
আরও পড়ুন: দুই বন্ধুকে বাইকে নিয়ে যাত্রা, পিছন থেকে পিষে দিল লরি!
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ নবদ্বীপ স্টেশনের একটি সিসিটিভি ফুটেজ পায়। যাতে দেখা যাচ্ছে, টুম্পা সাঁতরা নবদ্বীপ স্টেশনে বেশ কয়েকজন মহিলার সঙ্গে কথা বলছেন। এরপরই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ওই ৩-৪ জন মহিলা টুম্পাকে প্রলোভনে কিংবা ভয় দেখিয়ে ট্রেনে করে অন্য কোথাও নিয়ে গেছে। এদিকে জানা গিয়েছে, শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি কোথাও-কোনরকম অশান্তিই ছিল না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিখোঁজ হওয়ার সময় ওই বধূর পরনে ছিল বেগুনি রঙের শাড়ি, পায়ে চামড়ার চটি। তাঁর কাছে কোনও মোবাইল নেই। ফলে মোবাইল লোকেশন ট্র্যাক করে অনুসন্ধান করাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে পুলিশের পক্ষে। তা সত্ত্বেও যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে নিখোঁজ হওয়ার দিন সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় উৎকণ্ঠা বাড়ছে পরিজনদের।