মৃত গৃহবধূর নাম সারভীনা বিবি (২৪)। স্বামীর নাম রাফিকুল শেখ। পরিবার সূত্রে জানা যায়, রাফিকুল শেখ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। ঘটনার সময় সারভীনা বিবি বাড়িতে একাই ছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন বাড়ল নজরদারি, আধুনিক ক্যামেরার লেন্সে বন্দি জলদাপাড়া জাতীয় উদ্যানের পশুরা
পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। তাদের দাবি, দেহ উদ্ধারের সময় গৃহবধূর কানের সোনার দুল, হাতের সোনার চুরি ও গলার সোনার হার পাওয়া যায়নি। এই ঘটনায় মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। পরিবারের সদস্যদের সন্দেহ, এটি শুধু আত্মহত্যা নয়, এর পেছনে অন্য কোনও কারণ থাকতে পারে।
advertisement
ঘটনার খবর পেয়ে তদন্তে ঘটনাস্থলে পৌঁছান ভগবানগোলা মহকুমার এসডিপিও বিমান হালদার মহাশয়। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
ফরহাদ হোসেন
