মৃত ওই তরুণীর নাম সঙ্গীতা দের৷ অভিযোগ, গত শনিবার ওই তরুণীকে প্রচণ্ড মারধর করে তাঁর স্বামী এবং শ্বশুর৷ এর পর ওই তরুণীকে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ ওই অবস্থায় তরুণীক উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে৷
advertisement
আরও পড়ুন: বাবা মা কোথায়, এখনও জানে না সৌরভ-মুসকানের মেয়ে! ৬ বছরের শিশুকে নিয়ে এবার আইনি লড়াই
এই ঘটনার পরই বেলঘড়িয়া থানায় মৃত তরুণীর স্বামী সুজিত দে সহ সঙ্গীতার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ যদিও ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক৷ এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ৷
স্থানীয় সূত্রে খবর, মৃত সঙ্গীতা এবং তাঁর স্বামী সুজিত বেলঘড়িয়া কলাবাগান এলাকারই বাসিন্দা৷ বছর দুয়েক আগে প্রেম করেই বিয়ে হয় তাঁদের৷ কিন্তু বিয়ের পর থেকেই পণের দাবিতে শ্বশুরবাড়িতে সঙ্গীতার উপরেও অত্যাচার করা হত বলে অভিযোগ৷ কিছুদিন আগে একটি পুত্রসন্তানের জন্ম দেন সঙ্গীতা৷ অভিযোগ, তার পরেও ওই তরুণীর উপরে অত্যাচারের মাত্রা কমেনি৷ শেষ পর্যন্ত শনিবার তাঁকে খুন করা হয় বলে অভিযোগ৷