TRENDING:

Bankura News: পুজোর মরশুমে হোটেল বুকিং ফুল, মুখে হাসি ব্যবসায়ীদের

Last Updated:

পুজোর মরশুমে ভাবছেন বাঁকুড়া ভ্রমণে যাবেন, ভাবছেন মন্দির নগরী বিষ্ণুপুর যাবেন? সেখানে যদি থাকার প্ল্যান করছেন- তাহলে এখনই ঝটপট রুম বুকিং করার ব্যবস্থা করুন। জলদি দেখুন আপনার থাকার জন্য উপযুক্ত কোন হোটেল ফাঁকা রয়েছে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরি: পুজোর মরশুমে ভাবছেন বাঁকুড়া ভ্রমণে যাবেন, ভাবছেন মন্দির নগরী বিষ্ণুপুর যাবেন? সেখানে যদি থাকার প্ল্যান করছেন- তাহলে এখনই ঝটপট রুম বুকিং করার ব্যবস্থা করুন। জলদি দেখুন আপনার থাকার জন্য উপযুক্ত কোন হোটেল ফাঁকা রয়েছে! কারণ এই পুজোর মরশুমে ভিড় বাড়ছে বিষ্ণুপুরের হোটেল গুলিতে! পুজোর আগেই এখানে যা ঘটল তা শুনে আপনিও অবাক হবেন!
advertisement

আরও পড়ুন: আরজি করের চিকিৎসক পড়ুয়ার রহস্যমৃত্যু! মালদহের হোটেলে ছিলেন প্রেমিকের সঙ্গে, মেয়ে গর্ভবতী ছিল, দাবি পরিবারের

এই পুজোর মরশুমে বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুর ঘুরে আসতেই পারেন। এখানে বেড়ানোর জন্য রয়েছে মনোরম পরিবেশে লাল বাঁধে নৌকা বিহার, মল্ল রাজাদের পটের প্রতিমা মা মৃন্ময়ীর পুজো, তার পাশাপাশি টেরাকোটা মন্দির। মৃণ্ময়ী পুজোর ঐতিহ্যে রয়েছে তোপ ধ্বনি, এছাড়াও রয়েছে জয়পুরের বিশাল ঘন জঙ্গল। এই জঙ্গলের মাঝে রয়েছে সুন্দর রাস্তা। এই বিষ্ণুপুর শহর জুড়ে রয়েছে টেরাকোটার বিভিন্ন ধরনের মন্দির। দুর্গা পুজোয় বেশ কিছু সুন্দর থিমের পুজোও আপনারা এখানে দেখতে পাবেন।

advertisement

আরও পড়ুন: বঙ্গোপসাগরে আরও একটা নিম্নচাপ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পুজোর আগে ফের টানা বৃষ্টির সম্ভাবনা, কবে থেকে শুরু

পুজোর মুখে বিষ্ণুপুরে হোটেল বুকিং ফুল। ফলে মুখে হাসি ব্যবসায়ীদের। বিষ্ণুপুরের পর্যটকদের জন্য রয়েছে সরকারি হোটেল, এখানে রয়েছে ত্রিশটি এসি রুম। শুনলে অবাক হবেন এখন থেকেই এই সরকারি হোটেলের সমস্ত রুম বুকিং হয়ে গেছে, বাকি প্রাইভেট হোটেল গুলিতেও ভিড় বেড়েছে মানুষের। এই পুজোর মরশুমে কলকাতা সহ বিভিন্ন দূর-দূরান্ত থেকে পর্যটকরা আসেন বাঁকুড়ার এই বিষ্ণুপুর মন্দির নগরীতে। তাই এখন থেকেই হোটেল বুকিং ফুল। বিষ্ণুপুরের সরকারি হোটেলের রিসেপশনিস্ট বিমল রুইদাস বলেন, এখন থেকেই আমাদের অনলাইনে হোটেল বুকিং ফুল হয়ে গেছে, আর একটাও রুম ফাঁকা নেই। আমাদের এখানে ৩০ টি রুম রয়েছে। এখানে চার রকম রুম আছে, এসি ডিউলাক্স, এসি শুট, এসি লার্জ।

advertisement

এখানে রুম বুকিং করতে হলে অনলাইনে রুম বুকিং করতে হবে। এখানে রুম ২৪০০ টাকা থেকে শুরু করে ৪২০০ টাকা পর্যন্ত রুম রয়েছে তবে এর উপর ১২ শতাংশ জিএসটি লাগে। তবে এবার পুজোয় এখন থেকেই হোটেল বুকিং ফুল, মুখে হাসি ব্যবসায়ীদের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: পুজোর মরশুমে হোটেল বুকিং ফুল, মুখে হাসি ব্যবসায়ীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল