TRENDING:

হাসপাতালে নেই পানীয় জল ! অসহায় অবস্থা রোগীদের

Last Updated:

প্রচন্ড গরমে পানীয় জলহীন বেলপাহাড়ি হাসপাতাল !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়গ্রাম: প্রচন্ড গরমে পানীয় জলহীন বেলপাহাড়ি হাসপাতাল ! হাসপাতালে ভর্তি রুগী ও অাউট ডোর পেশেন্টদের একমাত্র সম্বল বাইরের দুটি অস্বাস্থ্যকর পরিবেশের নলকূপ। বাধ্য হয়েই রোগীদের সেখানেই স্নান থেকে শুরু করে সমস্ত কাজ সারতে হচ্ছে।
advertisement

হাসপাতাল কর্তৃপক্ষ দুটি অ্যাকোয়াগার্ড লাগালেও অধিকাংশ সময় জল পাওয়া যায় না। বার বার সমস্যার কথা জানিয়েও লাভ হয়নি। ফলে হাসপাতালে সুস্থ হতে এসে নতুন করে পেটের রোগে অাক্রান্ত হয়ে পড়ে রোগী এবং তাঁর অাত্মীয়রা।

একই চিত্র ঝাড়গ্রামের লালগড়, বিনপুর, গোপীবল্লভপুর-সহ একাধিক হাসপাতালের ৷ সবচেয়ে খারাপ অবস্থা লালগড় ও বেলপাহাড়ির।  বর্তমান সরকার হাসপাতালগুলোর পানীয়জল সমস্যা সমাধানে সাতটি হাসপাতালে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অর্থানুকূল্যে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ওয়াটার লাইফ প্রাইভেট লিমিটেড-এর পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন হাসপাতালে ৭টি পরিশুদ্ধ পানীয় জলের পাম্প নির্মাণ করে। একমাসের মধ্যে সমস্ত প্রজেক্ট-ই বিকল হয়ে যায়, তার পর থেকে বার বার বলেও কোনও লাভ হয়নি। সাধারন মানুষের বক্তব্য সরকার মানুষের জন্য ভাবলেও এক শ্রেনীর মানুষের জন্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাসপাতালে নেই পানীয় জল ! অসহায় অবস্থা রোগীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল