হাসপাতাল কর্তৃপক্ষ দুটি অ্যাকোয়াগার্ড লাগালেও অধিকাংশ সময় জল পাওয়া যায় না। বার বার সমস্যার কথা জানিয়েও লাভ হয়নি। ফলে হাসপাতালে সুস্থ হতে এসে নতুন করে পেটের রোগে অাক্রান্ত হয়ে পড়ে রোগী এবং তাঁর অাত্মীয়রা।
একই চিত্র ঝাড়গ্রামের লালগড়, বিনপুর, গোপীবল্লভপুর-সহ একাধিক হাসপাতালের ৷ সবচেয়ে খারাপ অবস্থা লালগড় ও বেলপাহাড়ির। বর্তমান সরকার হাসপাতালগুলোর পানীয়জল সমস্যা সমাধানে সাতটি হাসপাতালে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অর্থানুকূল্যে।
advertisement
ওয়াটার লাইফ প্রাইভেট লিমিটেড-এর পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন হাসপাতালে ৭টি পরিশুদ্ধ পানীয় জলের পাম্প নির্মাণ করে। একমাসের মধ্যে সমস্ত প্রজেক্ট-ই বিকল হয়ে যায়, তার পর থেকে বার বার বলেও কোনও লাভ হয়নি। সাধারন মানুষের বক্তব্য সরকার মানুষের জন্য ভাবলেও এক শ্রেনীর মানুষের জন্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2017 7:43 PM IST