কলাভবনের ঐতিহ্যবাহী নন্দন মেলা শুরু হয়েছে রবিবার থেকে। গত বছরই শান্তিনিকেতনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যক্ষেত্র বা ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে।তার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং শান্তিনিকেতন ঘরানার প্রাকৃতিক সরঞ্জাম দিয়েই সাজিয়ে তোলা হয়েছে কলাভবন প্রাঙ্গণ। রবিবার বিকেলে শোভাযাত্রার মাধ্যমে নন্দন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
কলাভবন সূত্রে জানা যায়, যে বছর মেলা শুরু হয়েছিল, তার ঠিক আগের বছর কলাভবনের এক ছাত্রের পা কেটে গিয়েছিল। সেই সময় চিকিৎসার খরচ জোগাতে সমস্যা হয়েছিল। তখন ছাত্র- ছাত্রী, অধ্যাপকদের চাঁদায় সুস্থ হয়ে ওঠেন ওই ছাত্র। এর পরে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা সিদ্ধান্ত নেন একটি মেলার আয়োজন করে শুধু শিল্প সামগ্রী তৈরি করে বিক্রি করা হবে। সেই মেলা থেকে উপার্জন অর্থ কলাভবনের একটি তহবিলে সঞ্চিত হবে। ওই বছর থেকেই তৈরি হয় কলাভবনের ‘স্টুডেন্টস এড অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড’।
advertisement
এ বছরও ১ ও ২ ডিসেম্বর এই মেলার পাশাপাশি ৩ তারিখ কলাভবনে শিল্পাচার্য নন্দলাল বসুর জন্মদিন পালিত হবে। গত কয়েক দিনে কলাভবনের পড়ুয়া ও প্রাক্তনীরা রাতদিনের পরিশ্রমে সাজিয়ে তুলেছেন মেলা প্রাঙ্গণ। প্রতি বারের মতো ছাত্রছাত্রীদের হাতে তৈরি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে মেলায়। কলাভবনে ছ’টি বিভাগের বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি রয়েছে দেশি-বিদেশি খাবারের স্টল। আর এই মেলায় এলেই পেয়ে যাবেন ঘোড়ার ডিমের পিঠে।
সৌভিক রায়