এদিন সকালে দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় গিয়ে মৃতদেহ শনাক্তকরণ করে জানানো হয়েছে, মৃতের নাম মনা মাঝি (৪৫)। স্ত্রীয়ের মৃত্যুর পর দুই নাবালক পুত্রকে নিয়ে তিনি থাকতেন। পেশায় চাষাবাদ করতেন এই ব্যক্তি। মাঝেমধ্যে মদ্যপানের অভ্যাস ছিল। তবে গতকাল রাতে কী হয়েছে ঠিক জানা নেই।
আরও পড়ুনঃ বড়দিনের সকালে মর্মান্তিক ঘটনা! হাতির হানায় ১ জনের মৃত্যু, আহত আরও ২, তুমুল আতঙ্ক এলাকায়
advertisement
পরিবার সূত্রে জানা যায়, প্রায় মধ্যরাতে মোটরসাইকেল নিয়ে এক বন্ধুকে তাঁর বাড়িতে নামাতে গিয়েছিলেন মনা। এরপর ফিরে আসার সময় রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মধ্যরাত হওয়ার কারণে ঘাতক গাড়িটির সম্পর্কে কিছু জানা যায়নি। দুর্ঘটনায় মুখের অংশ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, প্রাথমিকভাবে তাঁকে দেখেও চেনা সম্ভব হয়নি। তবে মনার কাছে থাকা মোবাইলে ফোন করলে জানা যায়, ফোন বাগআঁচড়া পুলিশ ফাঁড়িতে রয়েছে এবং তাঁর মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত অবস্থায় সেখানেই আছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানোর উদ্দেশ্যে ব্যবস্থা করেছে শান্তিপুর থানা। জানা যাচ্ছে, অত্যন্ত শান্ত স্বভাবের ধীর-স্থির ব্যক্তি ছিলেন মনা। তাঁর মৃত্যুর খবর আসতেই ভারাক্রান্ত হয়ে ওঠে গ্রামের পরিবেশ।






