পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রভাবতীদেবী টাকি রোড ধরে ছোট ছেলের বাড়ি থেকে বড় ছেলের বাড়ি যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধাকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত হন তিনি। মাথায় চোট লাগায় প্রচুর রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
advertisement
স্থানীয়রাই দেগঙ্গা থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি আহত মোটরবাইক আরোহীকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে ওই রাস্তায় অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ও গাড়ির গতিসীমা নির্ধারণের দাবি জানিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী শরিফুল ইসলাম জানান, ওই বৃদ্ধা রাস্তার পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ওই বৃদ্ধাকে ধাক্কা মারেন। রাস্তায় ছিটকে পড়েন বৃদ্ধা। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়। ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে জানান তিনি। এই ঘটনার জেরে এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।






