TRENDING:

Accident Death : ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে সব শেষ...! গাড়ির ভিতরেই পুড়ে মৃত্যু হল চালকের, গুরুতর আহত ১

Last Updated:

Accident Death: ভয়াবহ অগ্নিকাণ্ড মুর্শিদাবাদে। গাড়ির মধ্যেই দগ্ধ অবস্থায় পুড়ে মৃত্যু হল লরির চালকের। আহত হল খালাসি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ভয়াবহ অগ্নিকাণ্ড মুর্শিদাবাদে। গাড়ির মধ্যেই দগ্ধ অবস্থায় পুড়ে মৃত্যু হল লরির চালকের। আহত হল খালাসি। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘীতে।
পথের বলি সিভিক
পথের বলি সিভিক
advertisement

মুর্শিদাবাদের সাগরদিঘীর শেখদীঘি বাস স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে প্রথমে একটি গাড়িতে আগুন লাগে অগ্নিসংযোগ ভয়াবহ রূপ নেয় তারপরে দ্বিতীয় গাড়িটিতেও আগুন লেগে যায় বলে জানা যায়।

আরও পড়ুন-‘পেটে তখন জান, গর্ভাবস্থায় খেতে দেয়নি, আমাকে ছেড়ে বোনের সঙ্গেই…’ কুমার শানুর নোংরা কেচ্ছা ফাঁস প্রাক্তন স্ত্রী’র

advertisement

জানা গিয়েছে, একটি বালি বোঝাই লরি ও আসামের দিক থেকে আসছিল একটি চা বোঝাই পন্য বোঝাই লরি। চা বোঝাই লরি ঠিক রাস্তা দিয়ে আসলেও বালি বোঝাই লরি বিপরীত পথে আসছিল। ফলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর তারপরেই চা বোঝাই লরিতে আগুন ধরে যায়।

আরও পড়ুন-আগামী ২৪ ঘণ্টা আরও ভয়ঙ্কর…! তুলকালাম ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা? রাজ্যে তুমুল দুর্যোগ, IMD দিল বড় আপডেট

advertisement

এই অগ্নিকাণ্ডে চঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় শেখ দীঘি এলাকাতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে সাগরদীঘি থানার পুলিশ ও একটি দমকলের ইঞ্জিন। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলেই আগুন লেগে যায়। চা ভর্তি লরির মধ্যেই ছিল একজন চালক। খালাসি বেড়িয়ে আসতে পারলেও চালক বেড়িয়ে আসতে পারেনি। দগ্ধ অবস্থায় মৃত্যু হয় চালকের, তেমনটাই জানা গিয়েছে।

advertisement

এর আগে সাগরদিঘী এলাকায় একটি সরকারি বাসে আগুন লেগে যায় হঠাৎই। তার এক মাস পরে আবার অগ্নিকাণ্ড জাতীয় সড়কের উপরে। তবে এবার পন্যবোঝাই লরিতে আগুন লেগে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বন্ধ থাকে যান চলাচল। যে কারণে যানজট তৈরি হয়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident Death : ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে সব শেষ...! গাড়ির ভিতরেই পুড়ে মৃত্যু হল চালকের, গুরুতর আহত ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল