স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দু’টি বাইকই দ্রুতগতিতে ছিল। শীতের রাতে মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত হন এক বাইক চালক। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে গোধোনপাড়া গ্রামীণ হাসাপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পুরুষ বিভাগে ভর্তি আছেন আহত যুবক। অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে মোটরবাইক চালাতে গিয়ে তিনি যে এমন দুর্ঘটনার সম্মুখীন হবেন তা বুঝে উঠতে পারেননি পরিবারের সদস্যরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আহতের বাড়ির লোকেরা জানান, অন্যান্য দিনের মতো এদিনও বাড়ি থেকে বেরিয়েছিলেন। কাজ করে বাড়ি ফেরার পথেই দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তখনই পুরুষাঙ্গে আঘাত লাগে। পুরুষাঙ্গ কেটে গুরুতর আহত হন বাইক চালক যুবক। অপর বাইক চালকও অল্পবিস্তর আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।






