কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে গোটা বাড়ি আগুন ধরে যায়। স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। যদিও ভাগ্যক্রমে পরিবারের লোকজন বাড়ির বাইরে চলে আসায় হতাহতের কোন খবর হয়নি কিন্তু বাড়িতে থাকা সমস্ত কাগজপত্র থেকে জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?
advertisement
স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে বলেন হঠাৎই পাশের বাড়িতে দেখি দাউদাউ করে আগুন জ্বলে উঠে এবং তৎক্ষণাৎ ছুটে আসি। তিনি বলেন পাশাপাশি মানুষজনেরা দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা করলেও বাড়িতে প্রায়ই পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘ সময়ের পর আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন।পুরো বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমেছে খানাকুল থানা। কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
শুভজিৎ ঘোষ