ভগ্নাংশ কী?
ভগ্নাংশ হল এমন একটি সংখ্যা যা পূর্ণ সংখ্যার একটি অংশ বা অংশকে বর্ণনা করে। অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার ভাগফল হল ভগ্নাংশ। যেমন ৩ কে ২ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১.৫। অর্থাৎ ১ এবং ১-এর অর্ধেক। তাই এখানে অর্ধেক অংশটিকে 'দেড়' বলে উচ্চারণ করা হয়েছে। ভারতের মতই বিভিন্ন দেশে ভগ্নাংশ লেখার বিভিন্ন নিয়ম রয়েছে। প্রতীকী ছবি।
কেন হয়েছে 'দেড়' 'আড়াই'-এর প্রচলন?
ঐতিহাসিক ও ভাষাবিদদের মতে, প্রাচীন ভারতে সবথেকে বেশি প্রচলিত ছিল ১-এর অর্ধেক ও ২-এর অর্ধেক অঙ্কের ব্যবহার। তাই তখনকার মানুষ ভারতীয় গণিতে 'সাড়ে একটা' এবং 'সাড়ে দুটো' শব্দের বদলে শব্দ দ্রুত উচ্চারণ করার জন্য 'দেড়' ও 'আড়াই' এই দুটি শব্দ ব্যবহার শুরু করেন। আর সেই থেকেই এই প্রথা চলে আসছে বলে মনে করেন ভারতীয় গণিতজ্ঞরা। প্রতীকী ছবি।