হোম » ছবি » লাইফস্টাইল » 'সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না..? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো?

Knowledge Story: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?

  • 111

    Knowledge Story: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?

    প্রাচীন কাল থেকে আমরা যে ভাবে সময় বলে থাকি বেশিরভাগ ক্ষেত্রে তা একইরকম হয়। আমরা এই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ নিজের নিজের ভাষায় কথা বললেও বেশিরভাগ অঞ্চলের মানুষের ক্ষেত্রে সময় বলার ভাষা খানিকটা একইরকম।

    MORE
    GALLERIES

  • 211

    Knowledge Story: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?

    যেমন আমরা দেখি, ঘড়ির কাঁটা ঠিক যখন ১.৩০টা কিংবা ২.৩০টে-র ঘরে থাকে তখন তা বলার সময় আমরা সকলেই সাধারণত 'সাড়ে' কথাটি ব্যবহার না করে, 'দেড়টা' বা 'আড়াইটে' বাজে এমন বলি। কিন্তু কেন এমন হয়? আদৌ কি এর পিছনে রয়েছে কোনও নির্দিষ্ট কারণ? প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 311

    Knowledge Story: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?

    উল্লেখযোগ্য ও মজাদার বিষয় হল আমরা দেড়টা বা আড়াইটে বললেও ৩.৩০ বাজলে বা তার পরে বাকি সময় সবক্ষেত্রেই বলার সময় ব্যবহার করে থাকি 'সাড়ে' শব্দটি। কিন্তু কেন আলাদা এই দুটি ক্ষেত্র?

    MORE
    GALLERIES

  • 411

    Knowledge Story: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?

    অনেকেরই মনে এই প্রশ্ন বিভিন্ন সময়ে আসলেও এর সঠিক উত্তর কিন্তু জানেন না প্রায় কেউ। আজ এই প্রতিবেদনে এই 'সাড়ে' শব্দের পেছনে লুকিয়ে থাকা আসল রহস্য জানার চেষ্টা করা যাক। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 511

    Knowledge Story: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?

    মজার বিষয় হল, শুধুমাত্র সময়ের ক্ষেত্রেই নয়, টাকা-পয়সা গণনা বা অন্যান্য সমস্ত লেনদেনের ক্ষেত্রেও একই কথা বলা হয়ে থাকে। দেড়শ টাকা বা আড়াইশ টাকা বলা হয় টাকার ক্ষেত্রেও।

    MORE
    GALLERIES

  • 611

    Knowledge Story: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?

    একইভাবে দৈর্ঘ্য ও ওজনের একক বলতেও দেড় কিলো, আড়াই কিলো, দেড় মিটার, আড়াই মিটার, দেড় লিটার, আড়াই লিটার ইত্যাদি বলা হয়। কিন্তু সেভাবে চিন্তা করলে দেখা যাবে এই শব্দের ব্যবহার মূলত ভারতীয়রাই করে থাকেন। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 711

    Knowledge Story: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?

    এর পেছনে রয়েছে প্রাচীন ভারতের ভাষার ইতিহাস। আসলে ভারতে দেড়, আড়াই, ও ত্রৈমাসিক গণনা পদ্ধতি চালু ছিল প্রাচীন কাল থেকেই। এই শব্দগুলি ভগ্নাংশের হিসাব বর্ণনা করে থাকে। প্রাচীন ভারতে এই শব্দগুলি ব্যবহার করে ভগ্নাংশ হিসাব করা হত। আর সেই প্রচলন এখনও রয়ে গিয়েছে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 811

    Knowledge Story: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?

    ভগ্নাংশ কী?
    ভগ্নাংশ হল এমন একটি সংখ্যা যা পূর্ণ সংখ্যার একটি অংশ বা অংশকে বর্ণনা করে। অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার ভাগফল হল ভগ্নাংশ। যেমন ৩ কে ২ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১.৫। অর্থাৎ ১ এবং ১-এর অর্ধেক। তাই এখানে অর্ধেক অংশটিকে 'দেড়' বলে উচ্চারণ করা হয়েছে। ভারতের মতই বিভিন্ন দেশে ভগ্নাংশ লেখার বিভিন্ন নিয়ম রয়েছে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 911

    Knowledge Story: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?

    গণনায় নামতার ব্যবহার :
    প্রাচীন ভারতীয় গণিতের তথ্য থেকে জানা যায়, প্রাচীনকালে আমাদের দেশে এক চতুর্থাংশ, পৌনে দুই ও আড়াই পর্যন্ত নামতা পড়ানো হতো। সেই ভগ্নাংশগুলি এখনও জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত হয়। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 1011

    Knowledge Story: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?

    এই দেশে ওজন এবং সময় ভগ্নাংশে পরিমাপ করা হয়। প্রথম থেকেই ভারতের মৌলিক গণিতের যে শব্দগুলির ব্যবহার করা হয়েছিল তা আজও প্রচলিত রয়েছে অপরিবর্তিত ভাবে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 1111

    Knowledge Story: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?

    কেন হয়েছে 'দেড়' 'আড়াই'-এর প্রচলন?
    ঐতিহাসিক ও ভাষাবিদদের মতে, প্রাচীন ভারতে সবথেকে বেশি প্রচলিত ছিল ১-এর অর্ধেক ও ২-এর অর্ধেক অঙ্কের ব্যবহার। তাই তখনকার মানুষ ভারতীয় গণিতে 'সাড়ে একটা' এবং 'সাড়ে দুটো' শব্দের বদলে শব্দ দ্রুত উচ্চারণ করার জন্য 'দেড়' ও 'আড়াই' এই দুটি শব্দ ব্যবহার শুরু করেন। আর সেই থেকেই এই প্রথা চলে আসছে বলে মনে করেন ভারতীয় গণিতজ্ঞরা। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES