Knowledge Story: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Knowledge Story: আমরা দেড়টা বা আড়াইটে বললেও ৩.৩০ বাজলে বা তার পরে বাকি সময় সবক্ষেত্রেই বলার সময় ব্যবহার করে থাকি 'সাড়ে' শব্দটি। কিন্তু কেন আলাদা এই দুটি ক্ষেত্র?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভগ্নাংশ কী? ভগ্নাংশ হল এমন একটি সংখ্যা যা পূর্ণ সংখ্যার একটি অংশ বা অংশকে বর্ণনা করে। অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার ভাগফল হল ভগ্নাংশ। যেমন ৩ কে ২ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১.৫। অর্থাৎ ১ এবং ১-এর অর্ধেক। তাই এখানে অর্ধেক অংশটিকে 'দেড়' বলে উচ্চারণ করা হয়েছে। ভারতের মতই বিভিন্ন দেশে ভগ্নাংশ লেখার বিভিন্ন নিয়ম রয়েছে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement
কেন হয়েছে 'দেড়' 'আড়াই'-এর প্রচলন? ঐতিহাসিক ও ভাষাবিদদের মতে, প্রাচীন ভারতে সবথেকে বেশি প্রচলিত ছিল ১-এর অর্ধেক ও ২-এর অর্ধেক অঙ্কের ব্যবহার। তাই তখনকার মানুষ ভারতীয় গণিতে 'সাড়ে একটা' এবং 'সাড়ে দুটো' শব্দের বদলে শব্দ দ্রুত উচ্চারণ করার জন্য 'দেড়' ও 'আড়াই' এই দুটি শব্দ ব্যবহার শুরু করেন। আর সেই থেকেই এই প্রথা চলে আসছে বলে মনে করেন ভারতীয় গণিতজ্ঞরা। প্রতীকী ছবি।