সূত্রের খবর অনুযায়ী, হুগলির চণ্ডীতলা থানার আইসির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তদন্তে হাওড়া শিবপুর থানার পুলিশ। ঘটনার থানার বড়বাবুর সঙ্গে গাড়িতে থাকা মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর থেকে গাড়িতে থাকা ‘রহস্যময়ী’কে নিয়ে ছড়ায় চাঞ্চল্য। জানা গিয়েছে মহিলার বাড়ি সাঁকরাইলের পোঁদরা এলাকায়। হুগলি পুলিশের একটি দল এসেছে হাওড়াতে।
আরও পড়ুন: মহাশিবরাত্রির ঠিক আগের দিনেই বুধের উদয়! হঠাত্ কপাল খুলে যাবে ৫ রাশির, দু’হাত ভরে আসবে টাকা
advertisement
পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে হাওড়ার নেতাজি সুভাষ রোডের উপরে চণ্ডীতলা থানার আইসি জয়ন্তবাবুর নিজের গাড়ির ভিতরেই এই ঘটনা ঘটে৷ গুলি চলার সময় গাড়িতে জয়ন্তবাবু ছাড়াও এক মহিলা সহ আর চার জন ছিলেন বলে জানা গিয়েছে৷
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গাড়ির ভিতরেই কোনও বিষয় নিয়ে গন্ডগোল শুরু হয়৷ কথা কাটাকাটির মধ্যেই আচমকা গুলি চলে৷ গুলি লাগে জয়ন্তবাবুর হাতে৷ এর পরই আহত অবস্থায় ওই পুলিশ আধিকারিককে হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷