স্থানীয় সূত্রের খবর, এই দিন রাতে রান্না করতে গিয়েছিলেন পরিবারের মহিলারা। সেই সময় হঠাৎ এই গ্যাস লিক করে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দা রবি প্যাটেল চেঁচামেচির আওয়াজ শুনে ছুটে এসে জ্বলন্ত গ্যাস সিলিন্ডার নিয়ে বেরিয়ে আসেন বাড়ির বাইরে। ফিল্মি কায়দায় তিনি জ্বলন্ত সিলিন্ডার বন্ধ করার চেষ্টা করলেও সেটা নেভাতে পারেননি তিনি। পরে সেটিকে একটি জল ভর্তি নর্দমার মধ্যে ফেলে দেন। ঘটনায় তাঁর হাত পুড়ে যায়।
advertisement
আরও পড়ুন : মহাকাশে গোলমরিচ দেওয়া মাখন পাউরুটি খেলেই ‘ভয়ঙ্কর বিপদ’ হত সুনীতাদের! নিষিদ্ধ মাছ দুধ আইসক্রিমও! জানুন কারণ
খানিকক্ষণের মধ্যে দমকল উপস্থিত হয়। দমকলের প্রচেষ্টায় কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আগুন নিভিয়ে দিলেও গ্যাস ভর্তি সিলিন্ডার টিকে অন্যত্র ফাঁকা জায়গায় রেখে আসার পরামর্শ দেন দমকল আধিকারিকরা। এবং যে যুবক নিজের জীবন বাজি রেখে জ্বলন্ত গ্যাস সিলিন্ডার বাড়ির বাইরে নিয়ে আসেন, তাঁকে তার সাহসিকতার জন্য প্রশংসা করেন দমকল আধিকারিক। এবং তাঁর চিকিৎসার জন্য আবেদন জানান উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কাছে।