হুগলির রিষড়ার বাঙ্গুর পার্কে নিজস্ব বাড়ি রয়েছে শতদ্রু দত্তের। শতদ্রু দত্ত যার হাত ধরেই দেশের মাটিতে পা রেখেছেন একের পর এক কিংবদন্তি ফুটবলার। এবার তাঁর নিজের বাড়িতে এলেন আর্জেন্টিনিও গোলকিপার। প্রিয় ফুটবলারকে একবার চোখের দেখা দেখে কেউ চোখের জলে ভাসালেন কেউ আবার ক্যামেরাবন্দি করে রাখলেন সেই দৃশ্য।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে কাটবে ভ্যাপসা গরম! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা
advertisement
মার্তিনেস আসার জন্য বাঙ্গুর পার্কে পুলিশের নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। প্রিয় ফুটবলারকে দেখার জন্য আর্জেন্টিনার সমর্থকদের ভিড় জমে ছিল জেলা ও জেলার বাইরে থেকেও। রোদ জল ঝড় বৃষ্টি সবকিছু মাথায় করে নিয়ে সমর্থকরা দাঁড়িয়েছিলেন একবার মার্তিনেসদেখা পাওয়ার জন্য।
উত্তর ২৪ পরগনার খড়দা থেকে ভাই-বোন ও মায়ের সঙ্গে মার্তিনেসকে দেখতে এসেছিলেন রিয়া। প্রিয় ফুটবলারকে চোখের সামনে দেখতে পেয়ে নিজের অনুভূতিকে ধরে রাখতে পারলেন না তিনি। চোখের জলে ভাসালেন। এই বিষয়ে তিনি বলেন, সকাল থেকেই না খাওয়া দাওয়া করে একটানা দাঁড়িয়েছিলেন তাঁরা। প্রিয় ফুটবলারকে চোখের সামনে দেখতে পেয়ে উৎকণ্ঠা ধরে রাখতে পারলেন না তিনি।
সমর্থকদের উৎসাহ ও উন্মাদনায় সাড়া দেন আর্জেন্টিনিও গোলকিপারও। গাড়ি থেকে নেমেই সমর্থকদের উদ্দেশ্যে হাত নরেন তিনি। এখন কি ছাদ থেকে দাঁড়িয়ে সমর্থকদের উৎসাহ কে নিজের ক্যামেরাবন্দি করতেও দেখা যায় তাকে।