TRENDING:

Emiliano Martínez: হুগলিতে পা রাখলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলকিপার, ভিড় সামালতে বিশাল পুলিশ

Last Updated:

Hooghly New: হুগলির রিষড়ায় পা রাখলেন বিশ্বকাপ জয়ী ফুটবলার এমিলিয়ানো মার্তিনেস। আর যার হাত ধরে তিনি ভারত ভ্রমণে এসেছেন তাঁর বাড়িতেই সময় কাটিয়ে গেলেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি আর্জেন্টিনীয় ফুটবলার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: হুগলির রিষড়ায় পা রাখলেন বিশ্বকাপ জয়ী ফুটবলার এমিলিয়ানো মার্তিনেস। আর যার হাত ধরে তিনি ভারত ভ্রমণে এসেছেন তাঁর বাড়িতেই সময় কাটিয়ে গেলেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি আর্জেন্টিনীয় ফুটবলার। প্রিয় ফুটবলারকে একবার চোখের দেখা দেখবার জন্য সমর্থকদের ভিড় ছিল এই দিন সকাল থেকেই।
advertisement

হুগলির রিষড়ার বাঙ্গুর পার্কে নিজস্ব বাড়ি রয়েছে শতদ্রু দত্তের। শতদ্রু দত্ত যার হাত ধরেই দেশের মাটিতে পা রেখেছেন একের পর এক কিংবদন্তি ফুটবলার। এবার তাঁর নিজের বাড়িতে এলেন আর্জেন্টিনিও গোলকিপার। প্রিয় ফুটবলারকে একবার চোখের দেখা দেখে কেউ চোখের জলে ভাসালেন কেউ আবার ক্যামেরাবন্দি করে রাখলেন সেই দৃশ্য।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে কাটবে ভ্যাপসা গরম! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা

advertisement

মার্তিনেস আসার জন্য বাঙ্গুর পার্কে পুলিশের নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। প্রিয় ফুটবলারকে দেখার জন্য আর্জেন্টিনার সমর্থকদের ভিড় জমে ছিল জেলা ও জেলার বাইরে থেকেও। রোদ জল ঝড় বৃষ্টি সবকিছু মাথায় করে নিয়ে সমর্থকরা দাঁড়িয়েছিলেন একবার মার্তিনেসদেখা পাওয়ার জন্য।

উত্তর ২৪ পরগনার খড়দা থেকে ভাই-বোন ও মায়ের সঙ্গে মার্তিনেসকে দেখতে এসেছিলেন রিয়া। প্রিয় ফুটবলারকে চোখের সামনে দেখতে পেয়ে নিজের অনুভূতিকে ধরে রাখতে পারলেন না তিনি। চোখের জলে ভাসালেন। এই বিষয়ে তিনি বলেন, সকাল থেকেই না খাওয়া দাওয়া করে একটানা দাঁড়িয়েছিলেন তাঁরা। প্রিয় ফুটবলারকে চোখের সামনে দেখতে পেয়ে উৎকণ্ঠা ধরে রাখতে পারলেন না তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সমর্থকদের উৎসাহ ও উন্মাদনায় সাড়া দেন আর্জেন্টিনিও গোলকিপারও। গাড়ি থেকে নেমেই সমর্থকদের উদ্দেশ্যে হাত নরেন তিনি। এখন কি ছাদ থেকে দাঁড়িয়ে সমর্থকদের উৎসাহ কে নিজের ক্যামেরাবন্দি করতেও দেখা যায় তাকে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Emiliano Martínez: হুগলিতে পা রাখলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলকিপার, ভিড় সামালতে বিশাল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল