স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের চকগটু গ্রামের বাসিন্দা রীনা সাঁতরা তার বছর ১৫ নাবালক ছেলেকে নিয়ে থাকতেন। কয়েক বছর আগে স্বামীর মৃত্যু হয়েছিল পুকুরের জলে ডুবে। এক মেয়ে ছিল তার বিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই মেয়ে আবার আত্মঘাতী হয়েছিলেন।
আরও পড়ুন: নবাবের জেলায় ব্রিটিশদের আগমন! চষে বেড়াচ্ছেন আনাচে-কানাচে, দেখে শুনে মুচকি হাসছেন ব্যবসায়ীরা
advertisement
বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ রীনা হারিট গ্রামে বোনের বাড়ি যাবেন বলে বাড়ি থেকে ছেলেকে নিয়ে বের হন। সুগন্ধা বাগপাড়া মোড় থেকে মাকে ট্রেকারে তুলে দিয়ে বাড়ি ফিরে আসে ছেলে। ঘন্টা খানেক পর ছেলে মাসতুতো দাদাকে ফোন করে জানতে পারে মা সেখানে পৌঁছয়নি। এরপর শুরু হয় খোঁজা। বিকেল গড়িয়ে সন্ধে রাত হয়ে গেলেও কোনও সন্ধান মেলে না। সুগন্ধায় অবস্থিত পুলিশ ফাঁড়িতেও জানানো হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রীনা সাঁতরার অল্প কিছু জমি আছে। চকগটু গ্রামে পুরনো বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাড়ি করে সেখানেই বর্তমানে থাকতেন। পুরনো বাড়িটি তালা বন্ধই পড়েছিল। শুক্রবার সকালে সেই পুরনো বাড়িতে গিয়ে দেখা যায় গলায় সাদা কাপড়ের ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন মহিলা। এক সময় অনেক কষ্ট করেছেন এখন আর সেই অভাব ছিল না। তবু কেন এমন ঘটনা বুঝে উঠতে পারছেন না মৃতার আত্মীয়রা। ময়নাতদন্তে মৃত্যু কীভাবে তা স্পষ্ট হবে জানিয়েছে পুলিশ।
Suicide disclaimer
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))






