ঘটনাক্রম ছিল কিছুটা এরকম- অধ্যাপিকা কথাকলি মণ্ডল নয়ডা থেকে তারকেশ্বর আসার জন্য দিল্লি হয়ে কলকাতা এয়ারপোর্টে নামেন। সেখান থেকে হাওড়া স্টেশন, হাওড়া থেকে ট্রেন ধরে তারকেশ্বর নেমে, তারকেশ্বর থেকে আরামবাগের বাস ধরে নামেন চাপাডাঙ্গায়। এত বড় জার্নির মধ্যে বাসে এসে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সঙ্গে ছিল একটি ব্যাগ, যার মধ্যে ছিল তাঁর যাবতীয় নথি থেকে মূল্যবান ল্যাপটপ পর্যন্ত। সেই ব্যাগটি বাসের বাঙ্কারে রেখে তিনি ঘুমিয়ে পড়েন এবং নিজের গন্তব্যস্থল আসলে ব্যাগের কথা ভুলে গিয়ে নেমে পড়েন বাস থেকে। পরের দিন সকালে যখন তিনি কাজে বসতে যান, তখন মনে পড়ে তার কাছে একটি ব্যাগ ছিল, যা তিনি বাসে ভুলে চলে এসেছেন।
advertisement
আরও পড়ুন: এ কী অবস্থা বাংলাদেশের! ভেঙে গেল ১৫ বছরের রেকর্ড! ভারতকে অপমান করতে নিজেরাই জব্দ বাংলাদেশ
এ বিষয়ে গবেষক কথাকলি মণ্ডল জানান, তিনি যখন বুঝতে পারেন তার সঙ্গে থাকা ব্যাগটি খোয়া গেছে, ততক্ষণে ২৪ ঘন্টা অতিক্রম কর গিয়েছে। তিনি প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন যে নিজের ব্যাগ আবার ফেরত পাবেন। তবে, তারকেশ্বর থানার দ্বারস্থ হন তিনি।
এরপর অবশ্য পুলিশের কাছে রিপোর্ট লেখাতেই মাত্র দু ঘন্টার মধ্যে তাঁর হাতে পৌঁছে যায় সেই হারিয়ে যাওয়া ব্যাগ। ব্যাগের মধ্যে ছিল তাঁর ল্যাপটপ, পাসপোর্ট ও অন্যান্য গবেষণা সংক্রান্ত দরকারি নথি। সমস্ত জিনিস অক্ষত অবস্থায় ফিরে পেয়ে অধ্যাপিকা ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে।
— রাহী হালদার





