২০১৩ সাল থেকে জেলাভিত্তিক সিনার্জি শুরু হয়েছে। চলতি অর্থ বর্ষে উত্তরবঙ্গের জেলাগুলির পর হুগলিতে এই সম্মেলন হল। রাজ্য সরকার শিল্প গড়তে বদ্ধপরিকর। নতুন করে এনেছে নিতে অনেক সুযোগ খুলেছে, হুগলির শিল্পোদ্যগীদের উৎসাহ বেড়েছে তাতে। জেলা প্রশাসন সূত্রের খবর, গত বছরের শেষ দিন পর্যন্ত হুগলিতে এমএসএমই-তে ৮০ হাজারের বেশি নাম নথিভুক্ত হয়েছে। সেখানে চার লক্ষ ৬০ হাজার জনের কর্মসংস্থান হয়েছে বলে দাবি। পাশাপাশি গত বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই খাতে ৩,২৮৪ কোটি টাকার ঋণ দিয়েছে ব্যাঙ্ক।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এছাড়া গত মাস পর্যন্ত ভবিষ্যতের ক্রেডিট কার্ড প্রকল্পে ১ হাজার৭০৫ টি দিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। অংকের হিসাবে যার পরিমাণ ৪৬ কোটি টাকার সমান। এই অর্থ বর্ষেই ১৪ টি সংস্থা বাংলা শ্রী প্রকল্পে উপকৃত হয়েছেন. যেখানে সরকারের এক কোটি 88 লক্ষ টাকা ভর্তুকি দিতে হয়েছে।
এই সম্মেলনে দুই মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের সচিব রাজেশ পান্ডে।
আরও পড়ুন: Private Medical College: কলকাতার নামী বেসরকারি মেডিক্যাল কলেজের সঙ্গে প্রায় ১৫ কোটি টাকার প্রতারণা! পুলিশের জালে ১
এছাড়া হুগলির জেলাশাসক ও চন্দননগর পুলিশ কমিশনার এবং হুগলির আরামবাগের সাংসদসহ দুই বিধায়ক। শিল্পপতিদের মধ্যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের প্রতি আরওআগ্রহ বাড়াতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার।
রাহী হালদার





