TRENDING:

Hooghly News: এমএসএমই-তে ৮০ হাজার নাম, ৪ লক্ষ ৬০ হাজারের কর্মসংস্থান! সিনার্জিতে ক্ষুদ্র শিল্পের জয়জয়কার

Last Updated:

Hooghly News: এছাড়া গত মাস পর্যন্ত ভবিষ্যতের ক্রেডিট কার্ড প্রকল্পে ১ হাজার৭০৫ টি দিনের আবেদন মঞ্জুর করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: জেলার ছোট এবং মাঝারি শিল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার হুগলিতে শুরু হল রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দতররের উদ্যোগে শিল্প সম্মেলন। শুক্রবার চুঁচুড়া রবীন্দ্রভবনে জেলা শিল্প সম্মেলনে উপস্থিত হয়ে কর্মসংস্থানের লক্ষ্যের ছোট শিল্প গড়ে তোলার জোর দেন সিঙ্গুরের এক সময়ের জমি আন্দোলনের নেতা তথা বর্তমান কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না। ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার ২০০ বেশি উদ্যোগপতি।
advertisement

২০১৩ সাল থেকে জেলাভিত্তিক সিনার্জি শুরু হয়েছে। চলতি অর্থ বর্ষে উত্তরবঙ্গের জেলাগুলির পর হুগলিতে এই সম্মেলন হল। রাজ্য সরকার শিল্প গড়তে বদ্ধপরিকর। নতুন করে এনেছে নিতে অনেক সুযোগ খুলেছে, হুগলির শিল্পোদ্যগীদের উৎসাহ বেড়েছে তাতে। জেলা প্রশাসন সূত্রের খবর, গত বছরের শেষ দিন পর্যন্ত হুগলিতে এমএসএমই-তে ৮০ হাজারের বেশি নাম নথিভুক্ত হয়েছে। সেখানে চার লক্ষ ৬০ হাজার জনের কর্মসংস্থান হয়েছে বলে দাবি। পাশাপাশি গত বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই খাতে ৩,২৮৪ কোটি টাকার ঋণ দিয়েছে ব্যাঙ্ক।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

এছাড়া গত মাস পর্যন্ত ভবিষ্যতের ক্রেডিট কার্ড প্রকল্পে ১ হাজার৭০৫ টি দিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। অংকের হিসাবে যার পরিমাণ ৪৬ কোটি টাকার সমান। এই অর্থ বর্ষেই ১৪ টি সংস্থা বাংলা শ্রী প্রকল্পে উপকৃত হয়েছেন. যেখানে সরকারের এক কোটি 88 লক্ষ টাকা ভর্তুকি দিতে হয়েছে।

advertisement

View More

এই সম্মেলনে দুই মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের সচিব রাজেশ পান্ডে।

আরও পড়ুন: Conjunction of Shani and Shukra: ৩০ বছর পরে কুম্ভের লগ্নে শুক্র-শনি মহামিল দু’বার, আগামী ১ বছরে সোনার গয়নার বাক্স ৩ রাশির নামে

আরও পড়ুন: Private Medical College: কলকাতার নামী বেসরকারি মেডিক্যাল কলেজের সঙ্গে প্রায় ১৫ কোটি টাকার প্রতারণা! পুলিশের জালে ১

advertisement

এছাড়া হুগলির জেলাশাসক ও চন্দননগর পুলিশ কমিশনার এবং হুগলির আরামবাগের সাংসদসহ দুই বিধায়ক। শিল্পপতিদের মধ্যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের প্রতি আরওআগ্রহ বাড়াতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার জগন্নাথ মন্দির তো দেখেছেন...! ‘এই’ জগন্নাথ মন্দির কি দেখেছেন আপনি?
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: এমএসএমই-তে ৮০ হাজার নাম, ৪ লক্ষ ৬০ হাজারের কর্মসংস্থান! সিনার্জিতে ক্ষুদ্র শিল্পের জয়জয়কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল