হুগলির পোবলার দাদপুর ব্লকের দাদপুর থানার অন্তর্গত হারিটেতে থাকা একটি মদের দোকানে এমন চুরির ঘটনাটি ঘটে। ঘটনার পর ওই দোকানের সিসিটিভি ক্যামেরার হার্ডডিক্স নিয়ে পালায় চোরের দল। যেন তাদের চুরির বিষয়টি কেউ জানতে না পারে তার জন্যই সিসি ক্যামেরার তার কেটে ডিভিআর নিয়ে পালায় চোরেরা। ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কের সঙ্গে হাসির রোল পড়েছে এলাকায়।
advertisement
আরও পড়ুন: টোটোকে বাঁচাতে গিয়ে কেলেঙ্কারি! বরযাত্রীবাহী আস্ত বাস পড়ল নয়ানজুলিতে, সাহেবগঞ্জে আহত ১০
মদের দোকানে এমন চুরির ঘটনাটি সোমবার বৈকাল পাঁচটা নাগাদ জানাজানি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে মদের দোকানের মালিক দাদপুর থানায় বিষয়টি জানান এবং থানার তরফ থেকে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মদের দোকানের মালিকপক্ষ জানিয়েছে, পুলিশ তাদের সব রকম ভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলেই দাবি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই মদের দোকানের মালিকের দাদা সমিত ঘোষ জানিয়েছেন, সকালে তিনি যখন তার ভাইকে দোকানে নামাতে আসেন তখন দেখতে পান দোকানের জানালা ভাঙা। সিসিটিভির ক্যামেরার তার কাটা, লন্ডভন্ড দোকানের জিনিসপত্র। দোকানে থাকা ক্যাশ বাক্স থেকে ৫০ হাজার টাকা নগদ নিয়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছু দামি মদের বোতল নিয়ে যায় চোরেরা।






