TRENDING:

Hooghly News: ঘূর্নিঝড়ে সব তছনছ...! কৃষকদের জন্য যা করছে রাজ্য সরকার, জানলে অবাক হবেন

Last Updated:

Hooghly News: বন্যা ও ডানা ঘূর্নিঝড়ে হুগলি জেলার চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরা যাতে শস্য বীমার সুবিধা পায় তারজন্য তৎপর সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বন্যা ও ডানা ঘূর্নিঝড়ে হুগলি জেলার চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরা যাতে শস্য বীমার সুবিধা পায় তারজন্য তৎপর সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার হুগলি জেলাপরিষদ হলে কৃষি দফতরের উদ্যোগে রিভিউ মিটিং হয়। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না,আরামবাগ সাংসদ মিতালী বাগ, সভাধিপতি রঞ্জন ধাড়া, ডিএম মুক্তা আর্য,বিধায়ক-সহ জেলা ও ব্লক স্তরের কৃষি কর্মাধ্যক্ষবৃন্দ, পঞ্চায়েতের কৃষি সঞ্চালক এবং কৃষি আধিকারিকবৃন্দ।
প্রতীকী চিত্র 
প্রতীকী চিত্র 
advertisement

কৃষি মন্ত্রী জানান,২০১৯ সাল থেকে শস্যবীমা হচ্ছে এই প্রথম এমন মিটিং করা হল।এবছর তিন বার আমাদের প্রাকৃতিক দূর্যোগের মধ্যে পড়তে হয়েছে। প্রথমে অতি বৃষ্টি তারপর জল ছাড়া,তারপর ডানা ঝড়।এতে প্রকৃত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী চেয়েছেন যারা কৃষি কাজ করে তারা যেন বীমার টাকা পায়।তাই আমাদের নির্দেশ দিয়েছেন।একমাত্র এই রাজ্যেই বীমার জন্য কোনও টাকা নেওয়া হয়না। সবটাই সরকার দেয়।এমনকি ভাগচাষী যারা তাদেরও বীমার টাকা দেওয়া হয়। কিছু তথ্যের সমস্যা আছে তবে কাজ ভালই হয়েছে।

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর খারাপ সময় শেষ…! কয়েকশো গুণ শক্তি বাড়ছে শনিদেবের, বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপাবে ৭ রাশি, অঢেল টাকার ফোয়ারা, সোনায় মুড়বে কপাল, খুলবে বন্ধ ভাগ্য

বীমা পাওয়ার চারটি পর্যায় রয়েছে। স্যাটেলাইট থেকে ছবি নেওয়া। সবশেষে সরকারি আধিকারিকরা জমিতে গিয়ে দেখবেন। তারপর ফসল উৎপাদন কতটা কম হল সেটা দেখার পরই বীমার টাকা স্থির হবে।এই কাজ গুলো চলছে। আরও একমাস সময় বাড়ানো হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন-অকালে সব শেষ…! মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি

হুগলি জেলায় ৪৩ হাজার ৫৪৬ হেক্টর খারিফ ধান নষ্ট হয়েছে।সব্জি নষ্ট হয়েছে ১৫৭৫ হেক্টর। মোট ক্ষতিগ্রস্থ কৃষক ১ লাখ ৮৩ হাজার ৪৭০ জন। বীমা নিয়ে কোনও অভিযোগ যাতে না থাকে তার জন্য স্যাটেলাইট ছবির পরও জমিতে নেমে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সরজমিনে দেখা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ঘূর্নিঝড়ে সব তছনছ...! কৃষকদের জন্য যা করছে রাজ্য সরকার, জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল