পরিবার সূত্রে জানা গিয়েছে, স্কুলে যায় শিব মান্না নামে ওই পড়ুয়া। বৈদ্যবাটির বনমালী মুখার্জি ইনস্টিটিউশনে সপ্তম শ্রেণির ছাত্র সে। গত শনিবার স্কুলে শারীর শিক্ষার পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিল শিব। কিন্তু আধ ঘণ্টার পরীক্ষা হলেও শেষ হওয়ার কিছু আগেই খাতা জমা দিয়ে বেরিয়ে যায় সে। তার পরে আর বাড়ি যায়নি শিব। শেওড়াফুলির গড়বাগানের বাসিন্দা শিব।

advertisement

আরও পড়ুন: হাতে ক্যাচার, পথ কুকুর দেখলেই ছেড়ে কথা নয়! মেদিনীপুরের যুবকের নয়া কর্মযজ্ঞ, ধন্য ধন্য করছেন স্থানীয়রা

শিবের মা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৮টার সময় বেরিয়েছিল শিব। তারপরে বাড়ি ফিরে এসেছিলেন পৌনে ১১টা নাগাদ। স্কুলে পরীক্ষা ছিল, তার পরেও দেরি করে বাড়ি আসায় তাকে বকাঝকা করেন। তার পরে স্নান-খাওয়া সেরে স্কুলে যায় পরীক্ষা দিতে। কিন্তু স্কুল থেকে আর ফেরেনি। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে তাহলে কী বকাঝকার কারণেই অন্য কোথাও চলে গিয়েছে ওই পড়ুয়া?

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই ঘটনায় বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল জানান, শিব অন্য ছাত্রদের থেকে খুবই চঞ্চল স্বভাবের। তবে সে কোথায় যেতে পারে, তা নিয়ে বাড়ির লোকের মতোই তিনিও চিন্তিত। পুলিশ জানিয়েছে, “আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।”

advertisement