স্থানীয় সূত্রে জানা গেছে, সাবির আনসারি সাধারণ মানুষকে নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত কিস্তিতে টাকা জমা রাখতে উদ্বুদ্ধ করতেন। সেই ফান্ডে জমা পড়া টাকার পরিমাণ আনুমানিক ৩০ থেকে ৩৫ কোটি টাকা বলে দাবি উঠেছে। কিন্তু হঠাৎ করেই তিনি গা-ঢাকা দেন, যার ফলে এলাকায় নেমে আসে তীব্র উত্তেজনা। সবচেয়ে করুণ অবস্থায় পড়েছেন এলাকার বহু অসহায় পরিবার। কেউ অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য, কেউ মেয়ের বিয়ের খরচের জন্য, আবার কেউ জীবনের শেষ ভরসা হিসেবে জমানো অর্থ সেই ফান্ডে রেখে দিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন: গ্যাস গোডাউনে দুঃসাহসিক চুরি! লক্ষ লক্ষ টাকা হাতাল চোরেরা, মাথায় হাত বাঁকড়ার ব্যবসায়ীর
অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে, এই খবর ছড়াতে কান্নায় ভেঙে পড়েন অসহায় মানুষজন। অভিযোগকারীদের দাবি, এর আগেও একবার সাবির এলাকা ছেড়ে পালিয়েছিল। পরে লুকিয়ে বাড়ি ফিরে এসে সোমবার একটি বৈঠক ডাকার আশ্বাস দেয়। কিন্তু বৈঠকের আগেই সে আবার উধাও হয়ে যায়। প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ জনতা পুলিশের দ্বারস্থ হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই নিখোঁজ অভিযুক্তের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পুলিশের আশ্বাস সত্ত্বেও বর্তমানে বাঁশবেড়িয়া এলাকায় ক্ষোভের পরিবেশ বিরাজ করছে।






