TRENDING:

Hooghly News: ৩৫ কোটি টাকার বিরাট কারচুপি, নাটের গুরু নিখোঁজ হতেই তুলকালাম বাঁশবেড়িয়া! চোখের জলে থানায় হাজির খেটে-খাওয়া সর্বশান্তরা

Last Updated:

Hooghly News: প্রতারণার জেরে সর্বশান্ত। হুগলির মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া এলাকায় চাঞ্চল্যকর আর্থিক প্রতারণার ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সকাল থেকে বহু মানুষ কান্নায় ভেঙে পড়ে মগরা থানা ও স্থানীয় ফাঁড়িতে অভিযোগ জানাতে হাজির হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁশবেড়িয়া, হুগলি: প্রতারণার জেরে সর্বশান্ত। হুগলির মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া এলাকায় চাঞ্চল্যকর আর্থিক প্রতারণার ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সকাল থেকে বহু মানুষ কান্নায় ভেঙে পড়ে মগরা থানা ও স্থানীয় ফাঁড়িতে অভিযোগ জানাতে হাজির হন। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বাঁশবেড়িয়া বোড়োপাড়া এলাকার বাসিন্দা সাবির আনসারি, যিনি দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সঞ্চয় প্রকল্প বা ফান্ডের নামে এলাকাবাসীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন।
টাকা প্রতারণার পর প্রশাসনের দারস্থ গ্রামের বাসিন্দারা 
টাকা প্রতারণার পর প্রশাসনের দারস্থ গ্রামের বাসিন্দারা 
advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবির আনসারি সাধারণ মানুষকে নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত কিস্তিতে টাকা জমা রাখতে উদ্বুদ্ধ করতেন। সেই ফান্ডে জমা পড়া টাকার পরিমাণ আনুমানিক ৩০ থেকে ৩৫ কোটি টাকা বলে দাবি উঠেছে। কিন্তু হঠাৎ করেই তিনি গা-ঢাকা দেন, যার ফলে এলাকায় নেমে আসে তীব্র উত্তেজনা। সবচেয়ে করুণ অবস্থায় পড়েছেন এলাকার  বহু অসহায় পরিবার। কেউ অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য, কেউ মেয়ের বিয়ের খরচের জন্য, আবার কেউ জীবনের শেষ ভরসা হিসেবে জমানো অর্থ সেই ফান্ডে রেখে দিয়েছিলেন।

advertisement

আরও পড়ুন: গ্যাস গোডাউনে দুঃসাহসিক চুরি! লক্ষ লক্ষ টাকা হাতাল চোরেরা, মাথায় হাত বাঁকড়ার ব্যবসায়ীর

View More

অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে, এই খবর ছড়াতে কান্নায় ভেঙে পড়েন অসহায় মানুষজন। অভিযোগকারীদের দাবি, এর আগেও একবার সাবির এলাকা ছেড়ে পালিয়েছিল। পরে লুকিয়ে বাড়ি ফিরে এসে সোমবার একটি বৈঠক ডাকার আশ্বাস দেয়। কিন্তু বৈঠকের আগেই সে আবার উধাও হয়ে যায়। প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ জনতা পুলিশের দ্বারস্থ হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
এত মেশিন, এত উন্নতি! তবুও পুরনো রীতিতে ভরসা রেখে মাঠে লক্ষ্মীপুজো করেন কৃষকরা
আরও দেখুন

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই নিখোঁজ অভিযুক্তের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পুলিশের আশ্বাস সত্ত্বেও বর্তমানে বাঁশবেড়িয়া এলাকায় ক্ষোভের পরিবেশ বিরাজ করছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ৩৫ কোটি টাকার বিরাট কারচুপি, নাটের গুরু নিখোঁজ হতেই তুলকালাম বাঁশবেড়িয়া! চোখের জলে থানায় হাজির খেটে-খাওয়া সর্বশান্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল