উত্তরপাড়ার অমরনাথ ব্যাঙ্ক কলোনি এলাকায় এদিন মনোরঞ্জন বসাক নামে ৪৬ বছর বয়সি এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সবচেয়ে আশ্চর্য বিষয় হল, যে বাড়িতে ওই ব্যক্তির পচা-গলা মৃতদেহ উদ্ধার হয়েছে সেই বাড়ির নিচের তলাতেই বসবাস মা বিবাহিত বোন ও তার পরিবারের। স্বাভাবিকভাবেই ওপর তলায় পরিবারের সদস্যের পচা-গলা দেহ আর নিচের তলায় অন্যান্যদের বাস নিয়ে টানটান উত্তেজনা শুরু হয়েছে।
advertisement
জানা গিয়েছে, মৃত মনোরঞ্জন খুবই নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। আর সেই কারণে স্ত্রীর সঙ্গে অশান্তি লেগে থাকত। সেই অশান্তি থেকেই তাদের মধ্যে ছাড়াছাড়ি হয় এবং তিনি মাসকয়েক আগে অন্যত্র চলে যান। স্ত্রী চলে যাওয়ার পর নেশার পরিমাণ আরও বেড়ে যায় এবং তারপরই এমন ঘটনা ঘটে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে বড় প্রশ্ন যা উঠতে শুরু করেছে তা হল, নিচের তলায় বসবাসকারী ওই ব্যক্তির আত্মীয়-স্বজনরা পচা গন্ধ পেয়েও কেন কোনওরকম খোঁজ-খবর নেননি? প্রশ্ন উঠছে, কেন ছেলের খোঁজ নেননি মা? এর পাশাপাশি আরও বড় প্রশ্ন যা হল, উপরের ঘরে একজন মৃত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে সেটা কি ঘুণাক্ষরেও টের পান নি পরিবারের সদস্যরা? ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই পুলিশ, তারা অস্বাভাবিক এমন মৃত্যুর ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে।






