TRENDING:

Hooghly News: সর্বনাশ! ট্রেনের মধ্যে মহিলার ব্যাগে ওগুলো কী নড়ছে! ব্যাগ খুলতেই যা বেরল, চক্ষু চড়কগাছ পুলিশেরও

Last Updated:

Hooghly News: ঘটনাটি বিহার থেকে আসার দুন এক্সপ্রেসের দূরপাল্লার ট্রেনের ভিতরের ঘটনা। ট্রেন যখন চন্দননগর স্টেশনে এসে পৌঁছয় সেখানে রেল পুলিশের তৎপরতায় খোলাসা হয় পুরো ঘটনার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: দূরপাল্লার ট্রেনের মধ্যে রাখা ছিল ব্যাগ, তার ভেতরেই কী সব যেন নড়াচড়া করছিল! ব্যাগটি আবার ছিল এক মহিলা যাত্রীর। ট্রেনের বাকি যাত্রীরা ঠিক মতো বুঝে উঠতে পারছিলেন না কী হচ্ছে ! তবে শেষমেষ যা হল, তা শুনে চমকে উঠেছেন অন্যান্য যাত্রীসহ সাধারণ মানুষজনও। ঘটনাটি বিহার থেকে আসার দুন এক্সপ্রেসের দূরপাল্লার ট্রেনের ভিতরের ঘটনা। ট্রেন যখন চন্দননগর স্টেশনে এসে পৌঁছয় সেখানে রেল পুলিশের তৎপরতায় খোলাসা হয় পুরো ঘটনার!
advertisement

সোমবার সকাল, কুয়াশা ভরা রেল লাইন ধরে ছুটে চলেছে দুন এক্সপ্রেস। ট্রেন যখন চন্দননগর স্টেশন পৌঁছল, সেখানে থামার সঙ্গে সঙ্গেই তৎপরতা শুরু হয় রেল পুলিশের মধ্যে। ট্রেনের কামরা খুঁজে সোজা পুলিশ পৌঁছে যায় ওই মহিলার কাছে। কারণ তার কাছে রয়েছে সন্দেহজনক দুটি ব্যাগ, যার মধ্যে এমন কিছু রয়েছে, যা জড়বস্তু নয়, একেবারে জীবিত। ওই মহিলা যাত্রীর নাম লক্ষ্মী সরকার। বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা ওই মহিলা। তার কাছেই ছিল জামা কাপড় নিয়ে যাওয়ার দুটি ব্যাগ। সেই ব্যাগের মধ্যেই অনবরত নড়াচড়া করে যাচ্ছে সেই সমস্ত কিছু। ব্যাগের চেন খুলতেই তা দেখে চক্ষু চড়ক গাছ রেল পুলিশেরও!

advertisement

আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার মৃত্যু নেই! বলুন তো কে? নামটা শোনামাত্রই তাজ্জব হয়ে যাবেন নিশ্চিত!

মহিলার দুই ব্যাগ সহ মহিলাকে যখন স্টেশনে নামানো হয়, তখন তা দেখার জন্য ভিড় জমান উৎসুখ জনতাও। তার কাছে রয়েছে দুই ব্যাগ ভর্তি কচ্ছপ! সবকটিই আবার জীবিত! বেআইনিভাবে বন্যপ্রাণ পাচার করা কাজ করছিলেন ওই মহিলা। গোপন সূত্রে সে খবর পৌঁছায় রেল পুলিশের কাছে। তারপরেই তৎপর পুলিশ গিয়ে আটক করে ওই মহিলা সহ তার ব্যাগে থাকা কচ্ছপ গুলিকে। দুটি ব্যাগ মিলিয়ে মোট ২১ টি কচ্ছপ উদ্ধার করেছেন জিআরপি।

advertisement

জানা গিয়েছে, ওই মহিলা কচ্ছপ গুলি নিয়ে উত্তর ২৪পরগনায় কোনও এক ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছিলেন পাচার করার জন্য। বন্যপ্রাণের এই কালোবাজারি হাতে না হাতে ধরে ফেলে জিআরপি। এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

—- রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সর্বনাশ! ট্রেনের মধ্যে মহিলার ব্যাগে ওগুলো কী নড়ছে! ব্যাগ খুলতেই যা বেরল, চক্ষু চড়কগাছ পুলিশেরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল