যদিও ঘটনার পরপরই ব্যান্ডেল স্টেশন থেকে মেনটেনেন্স স্টাফদের ডাকা হয়। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেন। কিন্তু তারমধ্যেই বেশ কিছু বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যে কারণে ব্যান্ডেল কাটোয়া রুটের যাত্রীরা বেশ নাজেহাল হয়েছেন।
advertisement
এই ঘটনার জেরে ব্যান্ডেল – কাটোয়া আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘ সময়ের জন্য। চুঁচুড়া স্টেশনে তিন নম্বর প্লাটফর্মে একটি আপ কাটোয়া লোকাল প্রায় ঘন্টা খানেক ধরে অপেক্ষা করেছে। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে ডাউন লাইন ও রিভার্স লাইন দিয়ে ব্যান্ডেল ও বর্ধমান মেল লাইনের ট্রেন চলাচল করছে।
আরও পড়ুন: জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা বাসে তিরের বেগে ধাক্কা প্রাইভেট গাড়ির, মৃত এক! আহত আরও ৩
কিন্তু কাটোয়া লোকাল আটকে থাকায় আপ লাইনের যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। এবিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক বেদ প্রকাশ জানান, ওভারহেডে তারের সমস্যা হয়েছে। সেখানে মেরামত করার জন্য রেল কর্মীরা পৌঁছে দ্রুতার সঙ্গে মেরামতির কাজ শুরু করেন। তবে রবিবার থাকায় যাত্রী বোগান্তি অন্যদিনের তুলনায় কিছুটা কম হয়েছে।
