West Medinipur News: জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা বাসে তিরের বেগে ধাক্কা প্রাইভেট গাড়ির, মৃত এক! আহত আরও ৩
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
West Medinipur News: জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা গাড়ির। ঘটনাস্থলেই মৃত এক, আহত আরও তিন।
পিংলা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালি: জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। গুরুতরভাবে আহত হয়েছেন আরও তিনজন। পিংলা এলাকার এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ছুটির দিনে এমন দুর্ঘটনা দেখে রীতিমতো অবাক স্থানীয় মানুষজন। উল্লেখ্য, ১৬ নম্বর জাতীয় সড়কে হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা।
জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি সরকারি বাসে আচমকা সজোরে ধাক্কা প্রাইভেট গাড়িটি। পিংলা বিধানসভার খড়্গপুর ২ নং ব্লকের মাদপুর এলাকায় সামনে এসেছে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বাসে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনার জেরে প্রায় সঙ্গেসঙ্গেই মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।
আরও পড়ুন: রাস্তার পাশের দোকান-গাড়িতে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের! ভরদুপুরে নদিয়ায় মারাত্মক দুর্ঘটনা
advertisement
advertisement
তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জাতীয় সড়ক কর্তৃপক্ষের রেসকিউ টিম। ঘটনাস্থলে হাজির হন খড়্গপুর লোকাল থানার ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাঁড়িয়ে থাকা ওই সরকারি বাসে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের মানুষ। এছাড়াও খবর পেয়ে পুলিশকর্মী ও রেসটিউ টিম হাজির হয়।
advertisement
আরও পড়ুন: ছোট্ট ছোট্ট সারমেয়দের হাড্ডাহাড্ডি লড়াই! মধ্যমগ্রামে জমাটি ডগ শো, চারপেয়েদের কেরামতি দেখতে ভিড়
তারপর দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে সকলকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বাসটি কলকাতা থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল। মাদপুরে যাত্রী নামানোর সময় পিছন থেকে এসে ধাক্কা মারে গাড়িটি। তারফলেই এই মর্মান্তিক পরিণতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 04, 2026 4:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা বাসে তিরের বেগে ধাক্কা প্রাইভেট গাড়ির, মৃত এক! আহত আরও ৩










