চণ্ডীতলা থানার পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বরুণ হালদার। দক্ষিণ ২৪ পরগনার হারুট থানা এলাকার শিবকালীনগর থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মৃত শ্রীমন্তের দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে অভিযুক্ত বরুণের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে বাধা দিয়ে ছিলেন স্বামী শ্রীমন্ত। যার পরিণতি জীবন দিয়ে চোকাতে হল তাঁকে।
advertisement
ঘটনার দিন অভিযুক্ত এবং শ্রীমন্ত একসঙ্গে মদ্যপান করেছিলেন। এরপর স্কুটিতে করে চণ্ডীতলা থানার কুমিরমোড়া থেকে জনাই যাওয়ার রাস্তায় আসেন দুজন। আর সেখানেই ধারালো ছুরি দিয়ে শ্রীমন্তের গলায় কয়েকবার কোপ বসায় বরুণ। মৃত্যু নিশ্চিত করতে অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টাও করা হয়। এরপর শ্রীমন্তর দেহ টানতে টানতে ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনাস্থলেই পড়েছিল স্কুটিটি। ঘটনার দু’দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।