TRENDING:

Hooghly News: ব্যান্ডেল স্টেশনের পাশের বিখ্যাত স্কুলে ঝুলে গেল তালা! কেন তালা ঝোলাল রেল? আড়াইশো পড়ুয়ার ভবিষ্যৎ অন্ধকারে

Last Updated:

Hooghly News: ব্যান্ডেল রেল স্টেশনের পাশে শরৎচন্দ্র বহুমুখী শিক্ষা নিকেতন নামে এই বেসরকারী স্কুল। গত চার দশকেরও বেশি সময় ধরে চলছিল এই স্কুল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: রেলের জমিতে রয়েছে স্কুল! রেল স্টেশন সম্প্রসারণের জন্য রেলের প্রয়োজন সেই জায়গা, তাই তালা পড়েছে স্কুলে! হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে পড়ুয়ারা। বাচ্চাদের ভবিষ্যতের কী হবে? তাই নিয়ে ধন্দে অভিভাবকরাও! আবারও স্কুল খোলার দাবিতে বাচ্চাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে যাতে রেল পদক্ষেপ নেয়, তাই স্কুলের বাইরে স্টেশনের সামনে বিক্ষোভে বসলেন স্কুলের পড়ুয়া অভিভাবক এমনকি প্রাক্তন ছাত্ররাও।
advertisement

ব্যান্ডেল রেল স্টেশনের পাশে শরৎচন্দ্র বহুমুখী শিক্ষা নিকেতন নামে এই বেসরকারী স্কুল। গত চার দশকেরও বেশি সময় ধরে চলছিল এই স্কুল। একটা সময় ছিটে বেড়ার ঘর ছিল। পরে শরৎচন্দ্র ইন্সটিটিউটে স্কুল চলতে থাকে। অনেক ছাত্র ছাত্রী এই স্কুল থেকে পরে পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছেন। সেই প্রাক্তনীরাও স্কুল বন্ধ হয়েছে খবর পেয়ে চলে আসেন। অভিভাবক ও প্রাক্তনীরা জানান, রেল হঠাৎ করে স্কুল বন্ধ করে দিল। এখন বাচ্চারা যাবে কোথায়। ব্যান্ডেলে কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে। সেখানে তাহলে এই বাচ্চাদের নেওয়া হোক। নাহলে বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়া হোক।

advertisement

আরও পড়ুন: শেখ হাসিনার ‘বিরুদ্ধে’ যেতে বাংলাদেশ সেনাকে কে বলেছিল জানেন? শেষমেশ সামনে চলেই এল আসল সত্য, নামটা শুনে চমকে উঠবেন

স্কুলের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস বলেন, ”গত ২৫ তারিখে নোটিশ দিয়েছিল রেল। আমরা কিছুটা সময় চেয়েছিলাম। ডিআরএম-এর সঙ্গেও দেখা করেছি। হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পড়ুয়াদের সমস্যা হচ্ছে। অভিভাবকদের সরাতে ঘটনাস্থলে আসে আরপিএফ-ও।”

advertisement

View More

পূর্বরেল সূত্রে খবর, রেলের জায়গায় বেআইনি দখলদারী উচ্ছেদ করা হচ্ছে। ব্যান্ডেল স্টেশন ও সংলগ্ন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে যারা অবৈধ ভাবে বসবাস করছে তাদেরও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। ব্যান্ডেল জংশন স্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে রেল। তার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, বেআইনি ভাবে দখল করে রাখা জায়গা উচ্ছেদ করা হচ্ছে আইনি ভাবে।

advertisement

তবে এর মধ্যে বিপাকে রয়েছে স্কুলের প্রায় আড়াইশো পড়ুয়ার ভবিষ্যৎ! স্কুল চালু না হলে কী হবে তাদের? একটি স্কুল ছেড়ে অন্য স্কুলে নিয়ে গেলেও এক বছর নষ্ট ! এদিকে যাতে একটু নজরপাত করে রেল প্রশাসন, তারই কাতর আর্জি জানাচ্ছেন অভিভাবকরা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

—- রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ব্যান্ডেল স্টেশনের পাশের বিখ্যাত স্কুলে ঝুলে গেল তালা! কেন তালা ঝোলাল রেল? আড়াইশো পড়ুয়ার ভবিষ্যৎ অন্ধকারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল