জানা গিয়েছে, হুগলির খানাকুল থানার মালঞ্চ এলাকার বাসিন্দা রাজিবুল সেখ গত দু’বছর আগে প্রেমা খাতুনকে বিবাহ করেন। সম্প্রতি প্রেমা দেবী আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন সেখানে তিনি সন্তান প্রসব করেন। কিন্তু সুষ্ঠুভাবে সন্তান প্রসবের পরে দেখা যায়, নবজাতকের মুখে দুটি দাঁত রয়েছে। চিকিৎসকদের বিষয়টি নজরে আসতেই বিস্মিত হন চিকিৎসকরাও।
advertisement
আরও পড়ুন: সকাল-সন্ধে চিকিৎসা! ১৪ হাজারের বেশি চক্ষু অপারেশন, জঙ্গলমহলে যেন সাক্ষাৎ ভগবান চিকিৎসক শান্তনু পাত্র
একটি শিশু জন্মগ্রহণের প্রায় আট মাস পর থেকে দাঁত গজাতে শুরু করে আর সেটাই স্বাভাবিক। কিন্তু সদ্যজাত কীভাবে দাঁত হল তা নিয়ে হাসপাতালে শুরু হয় হই হট্টগোল। আর তড়িঘড়ি অপারেশন করতে এগিয়ে আসেন ডাঃ ওয়াসিম নাওয়াজ, ডাঃ সুব্রত ঘোষ, ডাঃ সুজাতা ঘোষ। টানা কয়েক ঘন্টার চেষ্টায় সফল হয় অস্ত্রপ্রচার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডাঃ ওয়াসিম নাওয়াজ জানিয়েছেন, “জন্মগ্রহণের সময় যদি দাঁত থাকে তাহলে তার চিন্তার নয়। কিন্তু দাঁত নরম হলে তা শ্বাসনালিতে চলে যেতে পারে। এই ক্ষেত্রে তাই আশঙ্কা ছিল, আর সেই কারণেই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই রকম ঘটনা পাঁচ হাজার শিশুর মধ্যে একটি হতে পারে। যা বিরল থেকে বিরলতম। চিকিৎসার ভাষায় যাকে বলা হয় নেটাল ট্রিথ। তবে শিশুর যে সময় দাঁত আসার কথা, সেটা না এসে জন্মগ্রহণেই চলে এসেছে। ফলে আমরা অপারেশন করেছি। শিশু সম্পূর্ণ এখন সুস্থ।”






