TRENDING:

Hooghly News: চারিদিকে সাপের আস্তানা, ভেঙে পড়ছে স্কুল বাড়ি, এর মধ্যেই পড়াশোনা চলছে গোঘাটে

Last Updated:

 পরিকাঠামোহীন স্কুলে সাপের ভয়ে সিঁটিয়ে শিক্ষক ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। ভেঙে পড়ছে কংক্রিট থেকে প্লাস্টারের টুকরো। তার মধ্যেই চলছে ক্লাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোঘাট: পরিকাঠামোহীন বিদ্যালয়ে সাপের ভয়ে সিঁটিয়ে শিক্ষক, ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। ভেঙে পড়ছে কংক্রিট থেকে প্লাস্টারের টুকরো। এদিক ওদিক পড়ে আছে সাপের খোলস। পরিকাঠামো না থাকায় কমছে ছাত্র-ছাত্রীর সংখ্যা। বাধ্য হয়েই বিদ্যালয়ের অফিস রুমে প্রি-প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঁচটি ক্লাস হয় একসঙ্গে। ছাত্র-ছাত্রী বেশি হলে স্কুলের বারান্দায় ক্লাস নিতে হয়। এমনই শিউরে ওঠা ছবি উঠে এসেছে লোকাল ১৮-এর ক্যামেরায়। গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দেওয়ানচক গ্রামে।
advertisement

আরও পড়ুন: জগদ্ধাত্রী পুজোয় আশ্চর্য ঘটনা! প্রতিমার চালচিত্রে এ কী ঘুরছে! তোলপাড় পান্ডুয়া

পশ্চিম মেদিনীপুর ও হুগলির সীমান্তবর্তী এই গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় ১৯৬২ সালে। এই প্রত্যন্ত এলাকার গরিব দিনমজুর কৃষিজীবী এলাকার ছেলেমেয়েরা মূলত এই বিদ্যালয়ে পড়াশোনা করেন। রীতিমতো এই ঘটনা নিয়ে আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে খুদে পড়ুয়ারা। এর জেরে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমতে কমতে এখন ১৮জন। তিনজন শিক্ষক-শিক্ষিকা অফিস রুমেই ক্লাস নেন একসঙ্গে। স্কুলের শুরু থেকে ছুটি পর্যন্ত একটি ঘরে গাদাগাদি করে থাকে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকরা।

advertisement

View More

বিদ্যালয়ের পুরনো বিল্ডিংটি জরাজীর্ণ। সাপ-খোপের আড্ডা পুরনো বিল্ডিংয়ের ছাদ থেকে চাঙড় ভেঙে পড়ছে। তারই জেরে এই অবস্থা। এই বিষয়ে প্রধান শিক্ষক মুখ না খুললেও পরবর্তীতে অভিযোগ স্বীকার করে নিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে এভাবেই চলছে পঠন-পাঠন। প্রশাসনকে বলা হয়েছে, দ্রুত সমস্যা মেটানোহবে বলে জানানো হয়েছে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

প্রশ্ন উঠেছেএই ভাবেই কি আতঙ্কের মধ্য প্রান্তিক এলাকার স্কুলে চলবে পড়াশোনা ? কতদিনে মিটবে সমস্যা, সেই আশায় রয়েছেন অভিভাবকরা।

সেরা ভিডিও

আরও দেখুন
চাষাবাদ ছেড়ে চারাগাছ তৈরি করে মোটা টাকা রোজগার করছেন নন্দকুমারের চাষিরা
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: চারিদিকে সাপের আস্তানা, ভেঙে পড়ছে স্কুল বাড়ি, এর মধ্যেই পড়াশোনা চলছে গোঘাটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল