TRENDING:

East Bardhaman News: ক্লাবঘর-গোয়ালঘর-পার্টি অফিসেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র! কলাতলা-রাস্তার ধারের ছাউনিতে হচ্ছে শিশু-প্রসূতিদের জন্য রান্না, কাটোয়ায় ভয়াবহ ছবি

Last Updated:

East Bardhaman News: অভিযোগ, অনেক জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না হচ্ছে কলাতলায় কিংবা রাস্তার ধারে অস্থায়ী ছাউনির মতো অস্বাস্থ্যকর পরিবেশে। এতে শিশু ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলেই মত অভিভাবকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ শৈশবে শিশুদের অ, আ, ক, খ শেখার প্রথম পাঠ হওয়ার কথা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অথচ বাস্তবে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেই আজ পঠনপাঠন কার্যত শিকেয় উঠেছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-১ ব্লকের অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রই এখনও নিজস্ব পাকা ভবনহীন। ফলে শিশুদের শিক্ষা ও পুষ্টির মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি চলছে অস্থায়ী ও অস্বাস্থ্যকর পরিবেশে।
advertisement

সূত্রের খবর, কাটোয়া ১ ব্লকে মোট ২৮৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলিতে শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার পাশাপাশি প্রসূতি ও শিশুদের জন্য পুষ্টিকর রান্না করা হয়। কিন্তু এর মধ্যে মাত্র ৭১টি কেন্দ্রের নিজস্ব পাকা ভবন রয়েছে। বাকি ২১৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কারও বাড়ির উঠোনে, কোথাও গোয়ালঘরে, আবার কোথাও ক্লাব ঘর, পার্টি অফিস বা ঠাকুরমণ্ডপে চলছে।

advertisement

আরও পড়ুনঃ ভাগীরথীর বিভিন্ন এলাকা জুড়ে আচমকা তল্লাশি! দিনভর খোঁজাখুঁজি করল বন দফতর, বর্ধমানে কী হল জানুন

অভিযোগ, অনেক জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না হচ্ছে কলাতলায় কিংবা রাস্তার ধারে অস্থায়ী ছাউনির নীচে। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করতে বাধ্য হচ্ছেন কর্মীরা। এতে শিশু ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলেই মত অভিভাবকদের।

advertisement

View More

কাটোয়া-১ ব্লকের আলমপুর অঞ্চলের গাঁফুলিয়া গ্রামের মাঝিপাড়া ১৮৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছে একটি ক্লাব ঘরে। অথচ রান্না করতে হয় কিছুটা দূরে রাস্তার ধারে একটি কলাতলায়। এই কেন্দ্রে শিশু ও প্রসূতি মা মিলিয়ে মোট ৩৪ জনের জন্য রান্না হয়। ক্লাবে কোনও অনুষ্ঠান থাকলে সেদিন বন্ধ রাখতে হয় পঠনপাঠন। একই অঞ্চলের আলমপুর গ্রামের হাজরাপাড়ায় অবস্থিত ৪৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই একটি সিপিএম পার্টি অফিসে চলছে। এখানে শিশু ও প্রসূতি মা মিলিয়ে মোট ৬০ জনের রান্না হয়। রান্নার জন্য ব্যবহার করা হয় বাইরে একটি ছোট্ট চালাঘর।

advertisement

কেন্দ্রের সহায়িকা রীতা রুদ্র বলেন, “এটা একটা পার্টি অফিস, যেখানে রান্না হচ্ছে। আমাদের খুবই অসুবিধা হয়, বর্ষাকালে জলে ভিজে রান্না করতে হয়। দীর্ঘদিন ধরে এভাবেই চলছে। এবার এই সমস্যার সমাধান সত্যিই দরকার।” অন্যদিকে, আলমপুর গ্রামের হরিসভাতলায় অবস্থিত ২২৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিস্থিতি আরও করুণ। পরিত্যক্ত একটি মাটির বাড়ির পিছনে ছোট্ট জায়গায় রান্না করতে হয় কর্মীদের। ঠাকুরমণ্ডপের আটচালায় চলে শিশুদের পঠনপাঠন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য নয়া আকর্ষণ! চিলাপাতা পয়েন্টে বাড়ছে ভিড়
আরও দেখুন

এই কেন্দ্রে মোট ৩০ জনের জন্য রান্না করা হয়। এমন পরিস্থিতিতে অভিভাবকদের প্রশ্ন, শিশুদের জন্য কবে গড়ে উঠবে পাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র? কেন আজও মৌলিক পরিকাঠামোর অভাবে ভুগছে শত শত কেন্দ্র? সূত্র মারফৎ জানা গিয়েছে, অধিকাংশ এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের জন্য উপযুক্ত জায়গা না পাওয়াতেই সমস্যা দীর্ঘদিন ধরে রয়ে গিয়েছে। এই বিষয়ে কাটোয়া-১ ব্লকের সিডিপিও দিব্যেন্দু চট্টোপাধ্যায় বলেন, “আমরা পরিস্থিতির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পাশাপাশি স্থানীয় স্তরেও সমস্যা সমাধানের বিষয়ে জানানো হয়েছে।” কাগজে-কলমের আশ্বাসের বাইরে কবে বাস্তবে শিশুদের জন্য নিরাপদ ও স্থায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে উঠবে, সেই দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার অভিভাবকরা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ক্লাবঘর-গোয়ালঘর-পার্টি অফিসেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র! কলাতলা-রাস্তার ধারের ছাউনিতে হচ্ছে শিশু-প্রসূতিদের জন্য রান্না, কাটোয়ায় ভয়াবহ ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল