গোটা রাজ্যের পাশাপাশি হুগলি জেলার চুঁচুড়ার তাপমাত্রা ৪০ ডিগ্রী ওপর। এই প্রবল তাপপ্রবাহে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতেও মানা করছে স্বাস্থ্য দফতর। তবে রুটি রুজির টানে মানুষকে বাড়ির বাইরে বেরোতেই হচ্ছে। তীব্র গরম থেকে বাঁচার জন্য চোখ মুখ বেঁধে, মাথায় ছাতা নিয়েও স্বস্তি মিলছে না। দোরগোড়ায় লোকসভা ভোট। তাই এই প্রবল গরমেই চলছে ভোট প্রচার থেকে ভোটের সমস্ত কাজ।
advertisement
আরও পড়ুন – Viral Rabindra Nath: ২৫ বৈশাখ এল বলে, তার আগেই দিনহাটার রাস্তায় এ কোন রবীন্দ্রনাথ!
প্রার্থীরা যেমন এই গরমেই প্রচার চালাচ্ছেন। তেমন পুলিশ থেকে ভোটে নিযুক্ত কর্মীদেরও কাজ করতে হচ্ছে এই গরমেই। পথ চলতি মানুষজনের মুখে এখন একটাই কথা আর পারা যাচ্ছে না। বৃষ্টির আশায় রয়েছে সকলেই। বাইরে বেরোলে রাস্তার তাপ উঠছে।চুঁচুড়া পৌরসভার উদ্যোগে ওয়াটার স্প্রিংকলার গাড়ি নিয়ে চুঁচুড়া শহরের জনবহুল এলাকার বিভিন্ন রাস্তায় জল স্প্রে করা হল।
এর ফলে সামান্য হলেও স্বস্তি মিলবে পথ চলতি মানুষদের।এই বিষয়ে হুগলি চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দফতরের পুরপারিষদ জয়দেব অধিকারী বলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে এই ওয়াটার স্প্রিংকলার গাড়িটি কেনা হয়েছিল। প্রচন্ড তাপদাহ চলছে তাই পুরসভার অন্তর্গত জনবহুল এলাকাগুলিতে ওয়াটার স্প্রে করা হচ্ছে। রাস্তা থেকে তীব্র গরমের তাপ উঠছে, এই জল স্প্রে করার ফলে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে পথচারীরা
রাহী হালদার