TRENDING:

Asansol News: একেই বলে ভাগ্যের খেলা! সংসার চালাতে আখের রস বিক্রি করছেন চিকিৎসক

Last Updated:

আসানসোলের চেলিডাঙা এলাকার বাসিন্দা অনিলবাবু। থাকেন এক টুকরো ভাড়া ঘরে। পাঁচ ছেলেমেয়েকে নিয়ে সংসার। আখের রস বিক্রি করে যেটুকু উপার্জন হয় তাতেই চলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: হোমিওপ্যাথি চিকিৎসক আখের রস বিক্রি করে সংসার চালাচ্ছেন! ভাগ্যের খেলা হয়ত একেই বলে। অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিলেন চিকিৎসক হতে। নিয়ম মেনে লাভও করেছিলেন ডিগ্রি। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসক হয়ে ওঠা হয়নি অনিল কুমার মণ্ডলের। তাই হোমিওপ্যাথি চিকিৎসকের ডিগ্রি নিয়েও তিনি আজ আখের রস বিক্রি করেন। আসানসোলের বিএনআর মোড় সংলগ্ন এলাকায় তাঁকে নিয়মিত আখের রস বিক্রি করতে দেখা যায়। তবে চিকিৎসক হয়ে বসা সেই শখের চেয়ারটার মায়া তিনি আজও ছাড়তে পারেননি।
advertisement

আসানসোলের চেলিডাঙা এলাকার বাসিন্দা অনিলবাবু। থাকেন এক টুকরো ভাড়া ঘরে। পাঁচ ছেলেমেয়েকে নিয়ে সংসার। আখের রস বিক্রি করে যেটুকু উপার্জন হয় তাতেই চলে। যদিও এখন সংসার চালানোর ক্ষেত্রে কিছুটা সঙ্গ দেন তাঁর ছেলে। গাড়ি চালকের কাজ করে বাবার পাশে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু বাবার এমন হতভাগ্য কপাল ছেলেমেয়েরও মন খারাপ করে দেয় মাঝেমধ্যে।

advertisement

আরও পড়ুন: এ যেন ‘নেই’ দুনিয়া! জল, পাকা রাস্তা ছাড়াই বাঁচছে জঙ্গলমহলের এই গ্রাম

পাটনা হোমিওপ্যাথি কলেজ থেকে ১৯৯৫ সালে ডিগ্রি লাভ করেন অনিল কুমার মণ্ডল। তারপর চিকিৎসকের কাজও শুরু করেছিলেন। কিন্তু সে সময় বাজারে ধারদেনা ছিল বেশ কিছু, প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। অন্যদিকে পরিবারের আর্থিক অবস্থাও ভাল ছিল না। তাই বাধ্য হয়ে সংসার চালাতে চিকিৎসকের পেশা ছেড়ে বেছে নেন আখের রস বিক্রিকে। আর সেই থেকেই অনিলবাবুর স্বপ্নের সলিল সমাধি ঘটে।

advertisement

View More

যদিও চিকিৎসকের পেশা ছেড়ে এই কাজে আসতে সম্মানে আঘাত লাগেনি অনিলবাবুর। সংসার চালাতে দু’পয়সা উপার্জনের জন্য সব কাজই সমান ছিল তাঁর কাছে। তাই ভালবেসেই আখের রস বিক্রির পেশা চালিয়ে আসছেন তিনি। তবে এখন বয়স হয়েছে। তাই আর শরীর আগের মতো সঙ্গ দেয় না। এখন অবসর প্রয়োজন। এদিকে তাঁর শুভানুধ্যায়ী এবং দীর্ঘদিনের ক্রেতারা চান শেষ জীবনটা অনিলবাবু যেন তাঁর নিজের শিক্ষাকে কাজে লাগিয়ে আবার হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন।

advertisement

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol News: একেই বলে ভাগ্যের খেলা! সংসার চালাতে আখের রস বিক্রি করছেন চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল