TRENDING:

Gangasagar Mela 2025: সাগরে ধুয়ে যাক গ্লানি! আলো ফুটতেই পূণ্যস্নানের ভিড় গঙ্গাসাগরে, সরকারি ব্যবস্থাপনায় খুশি পুণ্যার্থীরাও

Last Updated:

Gangasagar Mela 2025: অপেক্ষার অবসান, সাগরসঙ্গমে শুরু হয়েছে পূণ্যস্নান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: অপেক্ষার অবসান, সাগরসঙ্গমে শুরু হয়েছে পূণ্যস্নান। এই পূণ্যস্নান উপলক্ষ্যে সমুদ্র তটে কার্যত বইছে জনজোয়ার। কপিল মুনির আশ্রমের সামনে নেমেছে পুণ্যার্থীদের ঢল। সাধুদের আশীর্বাদ নিতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। সাগরমেলার চেনা ছবি আরও একবার ফুটে উঠল এখানে। নানা রঙে মিলেমিশে গঙ্গাসাগর আরও একবার হয়ে উঠল মিনি ভারতবর্ষ।
advertisement

এবছর কুম্ভ স্নানে যাবেন অনেকেই। তার আগে এখানে স্নান করতে এসেছেন অনেক পূণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে আসা তিলক কুমার গুপ্তা জানিয়েছেন, “এখানে স্নান করতে এসে পরিষেবা খুব ভাল মিলেছে। কুম্ভ ছেড়ে তিনি এসেছেন এখানে। এ নিয়ে সুব্রত ভট্টাচার্য নামের এক সন্ত জানিয়েছেন, গৃহস্থের জন্য সাগরে স্নান করে কুম্ভে যাওয়া ভাল। আর সেজন্য এখানে এসেছেন অনেকেই।”

advertisement

আরও পড়ুন: মরণকূপের ঘূর্ণিপাকে বাঁচার লড়াই, মোটরবাইকের স্টান্ট কারসাজিতে নজর কাড়ছেন গুমার কন্যা সোমা

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

এ বার গঙ্গাসাগরে পুণ্যস্নানের সময় শুরু হয়েছে মঙ্গলবার ৬ টা ৫৮ মিনিট থেকে। চলবে বুধবার ৬ টা ৫৮ মিনিট পর্যন্ত। মঙ্গলবার সকাল থেকে নানা বয়সের নারী-পুরুষের ভিড় ঘাটের পথে। কারও মাথায় বোঁচকা-ব্যাগ। পুণ্যার্থীদের পায়ে পায়ে উড়ছে ধুলো। সাগরে স্নান সেরেই বাড়ির দিকে ফিরতে চাইছেন পূণ্যার্থীরা। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ইতিমধ্যেই পূণ্যার্থীদের সুরক্ষায় জিপিএস যুক্ত বিশেষ ভিড় নিয়ন্ত্রণ প্রযুক্তিতে ২৪ টি ড্রোনের সাহায্যে নজরদারি করা হচ্ছে। ১১৫০ টি সিসিটিভি, ১০ টি স্যাটেলাইট ফোন ও ১৫০ টি ম্যানপ্যাকের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে মেলার বিভিন্ন স্থানের উপর প্রতিনিয়ত নজরদারি চালানো হচ্ছে। আগামীকাল পর্যন্ত সুষ্ঠভাবে সাগরে পূণ্যস্নান করানোই এখন লক্ষ্য প্রশাসনের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2025: সাগরে ধুয়ে যাক গ্লানি! আলো ফুটতেই পূণ্যস্নানের ভিড় গঙ্গাসাগরে, সরকারি ব্যবস্থাপনায় খুশি পুণ্যার্থীরাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল