TRENDING:

Holi 2022 : আজ কুলদেবতারা দোল খেলেন! আগামিকাল রঙের উৎসবে মাতবে শহরের মানুষ

Last Updated:

Holi 2022 : আজ বর্ধমান রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের আবির মাখলেন রাধাগোবিন্দ জিউ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: গোটা রাজ্যের মানুষ যখন রঙের উৎসবে মাতোয়ারা তখন আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক বর্ধমান শহর। বর্ধমানে আজ রাজ কুলদেবতার দোল। আজ বর্ধমান রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের আবির মাখলেন রাধাগোবিন্দ জিউ। আগামিকাল রঙের উৎসবে মেতে উঠবেন আপামর বর্ধমানবাসী। বর্ধমানে এই রীতি শতবর্ষ প্রাচীন। রাজা না থাক, সেই প্রথা থেকে গেছে পুরো মাত্রায়।
আজ কুলদেবতারা দোল খেলেন! আগামিকাল রঙের উৎসবে মাতবে শহরের মানুষ
আজ কুলদেবতারা দোল খেলেন! আগামিকাল রঙের উৎসবে মাতবে শহরের মানুষ
advertisement

দোল পূর্ণিমার দিনই রং (Holi 2022) খেলায় মেতে ওঠেন রাজ্যবাসী। বর্ধমানের চিত্রটা সেখানে একটু অন্য রকম। আজ বর্ধমানের পথ ঘাট আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক। বর্ধমানে দোল পূর্ণিমার পরের দিন পালন করা হয় দোল। পরের দিনই বর্ধমানবাসী মেতে উঠেন রং খেলার আনন্দে। বর্ধমান মহারাজার সময় থেকেই চলে আসছে এই রেওয়াজ। তার কারণ হিসেবে জানা যায়, রাজবাড়িতে রাধাগোবিন্দ জিউয়ের পুজো হতো দোলের দিন। সারাদিন পুজোর পরে আর রং খেলার সময় পাওয়া যেত না। সন্ধ্যা নেমে যেত।

advertisement

তাই তখন একটা উপায় বার করা হয়েছিল। পরের দিন তো আর পুজো থাকবে না তাই সেদিনই তাহলে রং খেলা হোক। সেই থেকেই চলে আসছে এই রেওয়াজ। রাজ নির্দেশেই বর্ধমানে দোলপূর্ণিমার দিনে খেলা হয় না রং। বরং তার পরের দিনই রং (Holi 2022) খেলার আনন্দে মাতেন আপামর বর্ধমানবাসী। সেই ঐতিহ্য আজও বহমান।

advertisement

আরও পড়ুন- দিঘার সৈকতেও রঙ খেলার জোয়ার! দোল উপলক্ষে রঙিন মানুষের ভিড় সমুদ্রনগরীতে

বর্ধমান রাজবাড়ির পুরোহিত উত্তম মিশ্র জানালেন, মহারাজ মহাতাব চাঁদের সময় থেকেই এই প্রথা চলে আসছে। আজ কুল দেবতারা দোল খেলেন। দেবতাদের পায়ে আবির দেওয়া হয়। আগে দোল উপলক্ষে ভিয়েন বসতো। লুচি মালপোয়া তৈরি হতো। অগণিত প্রজার মধ্যে সেই ভোগ বিলি করা হতো। এখন সেই আড়ম্বর নেই। তবে এখনও সন্ধ্যায় ভোগ নিবেদন করা হয়। দর্শনার্থীদের মধ্যে তা বিতরণ করা হয়।

advertisement

আরও পড়ুন- সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থা বর্ধমান রাজবাড়ির! হারাতে বসেছে পুরনো ইতিহাস

ইতিহাসবিদ সর্বজিত যশ বলেন, বর্ধমানের রাজ পরিবার লাহোর থেকে এসেছিল। দোল পূর্ণিমার দেবতার দোল হতো। সেই রীতিই চলে আসছে। আগামীকাল রঙের উৎসবে (Holi 2022) মাতবেন বাসিন্দারা।

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

শরদিন্দু ঘোষ 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Holi 2022 : আজ কুলদেবতারা দোল খেলেন! আগামিকাল রঙের উৎসবে মাতবে শহরের মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল