এবছর কোভিড পরিস্থিতি অনেকটাই কম চিন্তার। আর তাই এবছর রং খেলায় মেতেছে ভারতবাসী। বাংলার মানুষও রং বসন্তের খেলায় মেতেছে। পরস্পরকে রাঙিয়ে তোলার দিন আজ। তবে কেবল, পাড়া বা বাড়ির ছাদ নয়। রং খেলার দৌড় পৌঁছেছে সমুদ্রনগরীতেও।
2/ 6
দিঘায় আজ মানুষের ভিড়। এমনিতেই গরম পড়ে গিয়েছে। আর কয়েকদিন পরে গরমের চোটে দিঘায় যাওয়া বেশ মুশকিল হবে। আর তাই এখনই দিঘায় ভিড় জমাচ্ছেন মানুষ। তার উপর আজ রঙের উৎসব। রঙিন হয়ে উঠেছে দিঘার সমুদ্র সৈকত।
3/ 6
সি বিচে দাঁড়িয়েই রঙ আর আবির খেলায় মেতেছেন দিঘায় বেড়াতে আসা পর্যটকরা। মেতেছেন রঙ উৎসবের আনন্দ আর খুশিতে!
4/ 6
ভিড়ে ঠাসা দিঘার সৈকত জুড়েই আজ সমুদ্র স্নান আর রঙ খেলায় মেতেছেন সকলে। আজ শুক্রবার হোলির ছুটির সঙ্গে সঙ্গে আগামী দুদিন শনি ও রবিবারও ছুটি! টানা ছুটির সেই সুযোগ নিয়েই দিঘায় হাজির হাজার হাজার পর্যটক।
5/ 6
এমন ছুটির মুহূর্ত সচরাচর আসে না। তার উপর কোভিড পরিস্থিতি এখন কিছুটা শিথীল। তাই সুযোগ হাতছাড়া করছে না মানুষ। সমুদ্রের জলের সঙ্গে আবিরের রং মিশিয়ে চলছে আনন্দোৎসব।
6/ 6
এই আনন্দের মুহূর্তে নানা রকম সাজে দেখা গিয়েছে মানুষকে। নানা রকম রং মেখে, মাথায় নানা রকমের টুপি পরে হোলির আনন্দ উপভোগ করছে মানুষ। পর্যটকদের কালো মাথায় ভরে গেছে দিঘার সৈকত। সেখানেই আনন্দে মাতোয়ারা সব্বাই।