TRENDING:

Historical Bishnupur: সেই সময় ইঞ্জিনিয়ারিং পড়েননি কেউ, মল্লরাজ দুর্জন সিং-র সময়ে তৈরি মদনমোহন মন্দির আজও অবাক করে

Last Updated:

Bankura News: বিষ্ণুপুরের এই মন্দিরের কাছে "মডার্ন ইঞ্জিনিয়ারিং" ফেল , দৈর্ঘ্যে-প্রস্থে ১২.২ মিটার ও উচ্চতায় প্রায় ১০.৭ মিটার। তৎকালীন মল্লরাজ দুর্জন সিংহ ১০০০ মল্লাব্দে প্রতিষ্ঠা করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া:  বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুর। শীতকালে পর্যটকদের ঢল নেমেছে বিষ্ণুপুরে। একে একে ঘুরে দেখছেন বিষ্ণুপুরের প্রতিটি পর্যটনকেন্দ্র। এ পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম হল টেরাকোটার মদনমোহন মন্দির। অত্যন্ত সুন্দর পোড়ামাটি-অলংকরণ রয়েছে বিষ্ণুপুরের নগরদেবতা মদনমোহনের মন্দিরে। ১.৪ মিটার উঁচু মাকড়া-পাথরের ভিতের উপর স্থাপিত মন্দিরটি। দক্ষিণ দিকে মুখ মন্দিরটির।
advertisement

মিষ্টি রোদে পর্যটকেরা পরখ করে নিচ্ছেন টেরাকোটার আসল বাঁধন এবং শৈলী। টেরাকোটার প্যানেলগুলিতে ফুটে উঠেছে পশু-পাখি থেকে ভাস্কর্য, কৃষ্ণ লীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী। উপরের দিকে স্থান পেয়েছে প্রধানত যুদ্ধের দৃশ্য।

আরও পড়ুন – Christmas Cake: চকোলেট, স্ট্রবেরি, রেড ভেলভেট তো খানই, এবার নতুন গুড়, মোয়া ফ্লেভারেও ক্রিসমাস কেক, দেখুন

advertisement

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের বাবুডাঙ্গায় অবস্থিত মদনমোহন মন্দিরটি দৈর্ঘ্যে-প্রস্থে ১২.২ মিটার ও উচ্চতায় প্রায় ১০.৭ মিটার। তৎকালীন মল্লরাজ দুর্জন সিংহ ১০০০ মল্লাব্দে অর্থাৎ ১৬৯৪ খ্রীষ্টাব্দে এটির প্রতিষ্ঠা করেন। দক্ষিণের দেওয়ালের একটি নিবন্ধীকরণ অনুযায়ী , “রাধাকৃষ্ণের পদকমলে তাঁদের প্রীতির জন্য বিশুদ্ধাত্মা দুর্জন সিংহ ভূমিপতি দ্বারা নিজ চিত্তরূপ অলির সঙ্গে এই সুন্দর রত্ন-মন্দির ১০০০ মল্লাব্দে নির্মল শুচি মাসে প্রদত্ত হল।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তবে পর্যটকদের জন্য এত গভীরে না গেলেও চলবে। সকাল সকাল বিষ্ণুপুর ঘুরুন আর তার সঙ্গে এই মন্দির যদি দেখেন তাহলে কেটে যাবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত। খুঁজে পাবেন ইতিহাস।মারাাঠা দস্যুরা ভাস্কর পন্ডিতের নেতৃত্বে এক লক্ষ সেনা নিয়ে বিষ্ণুপুর আক্রমণ চেষ্টা করলে রাজা সমরসজ্জায় দৃষ্টি না দিয়ে প্রজাদের মদনমোহনের উপাসনা করার নির্দেশ দেন।

advertisement

ঐতিহাসিকরামনে করেনবিষ্ণুপুরের দুর্গ সেসময় অত্যন্ত দৃঢ় ছিল যা ভেদ করা মারাঠা দস্যুদের পক্ষে সম্ভব হয়নি। মদনমোহন বিষ্ণুপুর শহরের ‘নগর দেবতা’। এবং মদনমোহন মন্দির বিষ্ণুপুর শহরের অন্যতম বিশেষ একটি মন্দির।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

Neelanjan Banerjee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Historical Bishnupur: সেই সময় ইঞ্জিনিয়ারিং পড়েননি কেউ, মল্লরাজ দুর্জন সিং-র সময়ে তৈরি মদনমোহন মন্দির আজও অবাক করে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল