TRENDING:

ভাবা যায়! ধনতেরাসের রাতেই সোনা রুপো নিয়ে ভয়ঙ্কর খেলা দেখাল 'ওঁরা', সাংঘাতিক ঘটনায় ছুটে আসতে হল পুলিশকেও

Last Updated:

শুভদিনে যেভাবে খেলা দেখাতে দেখা গেল ওঁদের দলকে তাতে রীতিমতো অবাক সকলে। এমনকি এই ঘটনায় ছুটে আসতে হল পুলিশকেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেগঙ্গা উত্তর ২৪ পরগনা জিয়াউল আলম: ধনতেরাসের দিন সোনা রুপোর পাশাপাশি গাড়ি ইত্যাদি কিনতে দেখা যায় সাধারণ মানুষদের। কেননা এর পিছনে বেশ কিছু প্রচলিত বিশ্বাস রয়েছে। তবে এমন একটি শুভদিনে যেভাবে খেলা দেখাতে দেখা গেল ওঁদের দলকে তাতে রীতিমতো অবাক সকলে। এমনকি এই ঘটনায় ছুটে আসতে হল পুলিশকেও।
সোনার অলঙ্কারের প্রতীকী ছবি
সোনার অলঙ্কারের প্রতীকী ছবি
advertisement

আসলে ধনতেরাসের রাতে ভয়ঙ্কর এক চুরির ঘটনা ঘটল দেগঙ্গা থানা এলাকায়। ধনতেরাসের রাতে যখন সপরিবারে সবাই ঘুমাচ্ছিলেন ঠিক সেই সময় চোরেরা হানা দিয়ে গৃহস্থের বাড়ির আলমারি খুলে সোনা রুপোর অলংকার সহ নগদ টাকা নিয়ে পালিয়ে যায় শুধু বাড়িতে নয়, পাশাপাশি ওই গৃহস্থের বাড়ির পাশেই থাকা রাধাগোবিন্দ মন্দির থেকেও সোনার অলঙ্কার, প্রণামী বাক্সে থাকা টাকা নিয়ে পালায় চোরেরা।

advertisement

আরও পড়ুন: ছুটির দিনে কি ফের হাওয়া বদল? কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, রইল IMD-র লেটেস্ট আপডেট

ধনতেরাসের রাতে এমন চুরির ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত দেগাছিয়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা সুরজিৎ তরফদারের বাড়িতে এমন চুরির ঘটনা ঘটে। একইভাবে চুরির ঘটনা ঘটে সুরজিৎ তরফদারের বাড়ির পাশে থাকা রাধাগোবিন্দ মন্দিরেও। রাধা গোবিন্দ মন্দিরের সোনার অলংকার ও প্রণামী বাক্সের টাকা নিয়ে পালানোর পাশাপাশি একটি রুপোর বাঁশি ছিল সেটিও ভেঙে দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন: নামমাত্র পরিশ্রম, নামমাত্র খরচ! ‘এই’ ফুলের চাষে আসছে গোছা গোছা টাকা! ট্রাই করে দেখতে পারেন আপনিও

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরে 'এই' জায়গার মোয়া মানেই এখন ল্যাব-টেস্টেড, দোকানেই আস্ত পরীক্ষাগার! বাজারে তোলপাড়
আরও দেখুন

সুরজিৎ তরফদার দাবি করেছেন, এমন চুরির ঘটনায় তার বাড়ি থেকে সোনা রুপোর অলংকার ও নগদ বাইশ হাজার টাকা চুরি যাওয়ার পাশাপাশি মন্দির থেকে চার-পাঁচ লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে। রবিবার ভোর বেলায় মন্দিরে পুজোর জন্য দরজা খুলতেই এমন ঘটনা দেখতে পাওয়া যায়। এরপরই এলাকায় চাঞ্চল ছড়ায় এবং দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাবা যায়! ধনতেরাসের রাতেই সোনা রুপো নিয়ে ভয়ঙ্কর খেলা দেখাল 'ওঁরা', সাংঘাতিক ঘটনায় ছুটে আসতে হল পুলিশকেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল