একটু অসাবধানতায় চোখের পলকে বড়সড় দুর্ঘটনা ঘটে গেল জয়নগরে!
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
একটু অসাবধানতায় বড়সড় দূর্ঘটনা ঘটে গেল জয়নগরে।অন্যান্য দিনের মতন শনিবার ও রান্নার কাজে ব্যস্ত ছিলো জয়নগর থানার বামুনগাছি পঞ্চায়েতের কামারিয়া দুই বোনের হাটের জোবেদা মোল্লা নামে এক গৃহবধূ।
জয়নগর, সুমন সাহা: একটু অসাবধানতায় বড়সড় দূর্ঘটনা ঘটে গেল জয়নগরে।অন্যান্য দিনের মতন শনিবার ও রান্নার কাজে ব্যস্ত ছিলো জয়নগর থানার বামুনগাছি পঞ্চায়েতের কামারিয়া দুই বোনের হাটের জোবেদা মোল্লা নামে এক গৃহবধূ। আচমকা রান্নার গ্যাসের সিলিন্ডার লিক হয়ে গ্যাস বেরোতে থাকে এবং তা বাস্ট করে আগুন লেগে যায় বাড়িতে।সেই সময় রান্না ঘরে কেউ না থাকার কারণে বড়সড় দূর্ঘটনার হাত থেকে বেঁচে তারা।খবর পেয়ে ছুটে আসে স্থানীয় মানুষ জন। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে অঞ্চল সভাপতি।তিনি সঙ্গে সঙ্গে জয়নগর থানা, ঢোষা পুলিশ ক্যাম্প ও জয়নগর মজিলপুর দমকল কেন্দ্রে খবর দেয়।খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনা চলে আসে।ততক্ষনে ঐ বাড়ির চারজন যুবকের তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসে।দমকল কেন্দ্রের কর্মীরা ও এসে হাত লাগায় আগুন নেভাতে।তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jaynagar Mazilpur,South Twenty Four Parganas,West Bengal
First Published :
Oct 19, 2025 9:49 AM IST










