আরও পড়ুন: বিদেশে এক্সপোর্ট এখন আরও সহজ ভারতীয় ডাক বিভাগ চালু করল এই পরিষেবা
হাওড়া জেলার পাঁচলা আমতা উলুবেড়িয়া শ্যামপুর বাগনান সহ বিভিন্ন ব্লক এলাকায় প্রচুর পরিমাণ বন্যপ্রাণীর বসবাস।বনজঙ্গল কমে আসছে বন্যপ্রাণীদের বিচরণ ক্ষেত্র সংকীর্ণ হয়ে পড়ছে। বন্যপ্রাণীর আবাসস্থল গা ঘেঁষে অথবা জলাভূমির বুক চিরে সড়ক ব্যবস্থা বন্যপ্রাণীদের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এবার আমতা চড়া নও পাড়া সংলগ্ন এলাকায় গ্রামীণ সড়কের উপর পড়ে থাকতে দেখা যায় এই পূর্ণবয়স্ক ঝুটি বিহীন হিমালয়ান সজারুর অর্থাৎ পর্কোপাইনের দেহ। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে গাড়ির ধাক্কায় মৃত্যু। খবর পৌঁছয় স্থানীয় পরিবেশ কর্মীদের কাছে। তাদের মাধ্যমেই খবর পৌঁছয় বন দফতরে। জেলা বন দফতর বিভাগের তরফে জানানো হয়, এটি গাড়িত ধাক্কায় মৃত্যু।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি