ছাত্রছাত্রীদের নিয়ে পুজো পরিক্রমার পাশাপাশি মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের পাতে ইলিশ ও চিংড়ি মাছের ভোজের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। এই দিন ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে ফলতা এলাকার বিভিন্ন পুজো মণ্ডপ পরিক্রমা করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এরপর দুপুরে মধ্যাহ্নভোজনে স্কুলের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের জন্য মহাভোজের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। মধ্যাহ্ন ভোজনের মেনুতে ছিল ইলিশ ও চিংড়ি।
advertisement
আরও পড়ুনঃ বিরাট সিদ্ধান্ত! পুজোর ৫দিন শহরে চলবে না কোনও টোটো! ঠাকুর দেখুন বিকল্প উপায়ে
স্কুল কর্তৃপক্ষর এই অভিনব উদ্যোগ দেখে খুশি স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা। ফলতা এলাকার বেশিরভাগ মানুষই মৎস্যজীবী কিংবা দিনমজুর। পুজোর দিনে অন্যান্যদের মতো আনন্দে মেতে উঠতে পারে না পরিবারগুলি। স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের শিক্ষক মন্ডলীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজনেরা। এ বিষয়ে স্কুলের এক ছাত্রী বলেন, পুজোর দিনে পরিবারের সঙ্গে আমরা ঠাকুর দেখতে বেরোই কিন্তু এই স্কুলের স্যারদের উদ্যোগে আমরা স্কুলের বন্ধুবান্ধবদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছি। আমার খুব ভালো লাগছে।
এ প্রসঙ্গে ফলতা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জানান, ছাত্র ছাত্রীরা আমাদের পরিবারের সদস্য। আজ বিদ্যালয় পঠন-পাঠনের পর পুজোর ছুটি পড়ে যাবে । তাই ছাত্র-ছাত্রীদের নিয়ে আমরা ফলতা এলাকার বিভিন্ন মণ্ডপ পরিক্রমা করি। ছাত্রছাত্রীরা খুব খুশি।
সুমন সাহা