আরও পড়ুনঃ সকাল থেকেই কালো আকাশ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা
মৎস্যজীবী ইউনিয়নগুলির পক্ষ থেকে জানানো হয়েছে গত ৪ বছর পর এত পরিমাণ ইলিশের দেখা মিলেছে। দীর্ঘদিন পরে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে। রেকর্ড পরিমাণ মাছ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বাজারে যা চাহিদা রয়েছে সেই চাহিদা মত পর্যাপ্ত ইলিশের জোগান দেওয়া সম্ভব হবে। দামও মধ্যবিত্তের নাগালে চলে আসবে বলে জানালেন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র।
advertisement
চলতি মাসের মাঝে মরশুমের প্রথম একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ পাওয়া যায় দিঘাতে। দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে পরপর কয়েকদিন মিলিয়ে প্রায় ১৫০ টনের মতন ইলিশ উঠেছিল। ১৫ জুন ব্র্যান্ড পিরিয়ড কাটিয়ে মৎস্যজীবীরা মৎস্য শিকারে নেমেছিলেন। কিন্তু প্রায় এক মাস পর জুলাই মাসের মাঝে প্রথম প্রচুর পরিমাণে ইলিশ উঠেছিল।