সুন্দরবনের অন্যতম বড় উৎসব, ইলিশ উৎসব। প্রতি বছরই শুরু হয় জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই কমাস ধরে। দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা বোট বা সুসজ্জিত ট্যুরিজম লাক্সারি বোটের উপর বসে উপভোগ করেন। আর তার সঙ্গে থাকে বাঙালির জিভে জল আনা ইলিশের বিভিন্ন পদ। সরষে ইলিশ, ভাপা ইলিশ এমনকি ইলিশ বিরিয়ানির মতো সুস্বাদু বিভিন্ন পদ মেলে। আর ইলিশ উৎসবে আপনাকে আসতে গেলে কীভাবে আসতে হবে তা জেনে নিন আগে।
advertisement
আপনাকে শিয়ালদহ দক্ষিণ শাখার লোকালে ক্যানিং লোকালে উঠে আপনাকে ক্যানিং স্টেশনে নামতে হবে আর সেখান থেকেই আপনি বুকিং করে নিতে পারবেন এই উৎসবের এন্ট্রি পাস। তবে আপনারা যতজন থাকবেন তার উপরেই থাকবে রেট চার্জ। আর এই প্যাকেজে থাকছে জঙ্গল ভ্রমণ আদিবাসী নৃত্য সরকারি পারমিশন সরকারি গাইড অভিজ্ঞ ট্যুর ম্যানেজার নদীতে ভ্রমণ সঙ্গে থাকছে বিভিন্ন লোভনীয় খাবার।
এই ভ্রমণে আপনাকে হাতে কয়েকটি দিন সময় নিয়ে আসতে হবে যার কারণ এই ভ্রমণের সময় থাকছে দু রাত্রি তিন দিন। আপনাকে ক্যানিং স্টেশন থেকে রওনা দিতে হবে, গদখালি ঘাট। আর তারপর সেখান থেকে লাক্সারি বোটে চলে যাবেন ঐতিহাসিক বেকন সাহেবের বাংলো ও হ্যামিলটন বাংলোতে। তারপর সেখান থেকে বোট রওনা দেবে পাখিরালয়, সেখানে রাত্রি যাপন। যাওয়ার পথে বেশ কিছু জঙ্গলের মনোরম পরিবেশ।
আবারও পরের দিন বিভিন্ন খাড়ি দর্শনের সঙ্গে থাকছে সজনে খালি দোবাকি জঙ্গল এভাবে সারাদিন ঘোরাঘুরি এবং সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের ইলিশের পদ। পরের দিন সুন্দরবনের বিভিন্ন জঙ্গল দেখানোর পর গদখালী তারপর সেখান থেকে ক্যানিং স্টেশনে ফিরে গিয়ে বাড়ির উদ্দেশে রওনা হওয়া।
সুমন সাহা