আরও পড়ুন: ‘বিয়ে করলে শুধু কাকুকেই করব’! কাকুর গলায় মালা দিয়ে কী বললেন নিজের ভাইঝি?
এই ইলিশ উৎসব উপলক্ষ্যে বাজার থেকে আগেই কিনে আনা হয়েছিল বড় বড় ইলিশ। সেই ইলিশ আনার পর সেগুলিকে কাটা হয়। এরপর ইলিশের তেল দিয়ে ছাত্র-ছাত্রীদের ভাত মাখিয়ে দেওয়া হয়। ইলিশ খেতে গিয়ে যাতে কারোওগলায় কাঁটা বেঁধে অসুবিধা না হয় সেজন্য আনা হয়েছিল একজন চিকিৎসকে। একথা জানিয়েছেন ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর।
advertisement
আরও পড়ুন: পুজোয় ঘুরতে যাওয়ার টিকিট পাচ্ছেন না? হাওড়া থেকে বিশেষ ট্রেনের ঘোষণা, জানুন বিস্তারিত
সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের মনোরঞ্জনের জন্য একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেপ্টেম্বর মাসে যাদের জন্মদিন ছিল তাদের জন্মদিন স্মরণীয় করে রাখতে স্কুলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের উদ্যোগে এই ধরণের অনুষ্ঠান হওয়ায় খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সকলেই।