আরও পড়ুন: মিড ডে মিলের আনাজের খোসা দিয়ে জৈব সার তৈরি করছে পড়ুয়ারা
রাজ্যজুড়ে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তারই মাঝে পরীক্ষা দিতে যাওয়ার সময় চরম হয়রানির শিকার হতে হল পরীক্ষার্থীদের। শুধু পরীক্ষার্থী নয়, হয়রানির শিকার হতে হয় অফিস টাইমের নিত্য যাত্রীদেরও। ব্যারাকপুর ও টিটাগর সংলগ্ন ১২ নম্বর রেলগেটের সিগন্যাল খারাপ হয়ে যায় এদিন। তাতেই ব্যাহত হয় ট্রেন চলাচল। আপ ও ডাউন দু’দিকে দাঁড়িয়ে পড়ে ট্রেন। এই পরিস্থিতিতে দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় আতঙ্কিত হয়ে পড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পরবর্তীতে দীর্ঘক্ষণের চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ধীর গতিতে চলছে ট্রেন। আর এখানেই উঠছে প্রশ্ন। উচ্চমাধ্যমিকের পাশাপাশি আইসিএসসি, সিবিএসসি-এরও পরীক্ষা চলছে। ফলে শহরতলির দিকে প্রচুর পরীক্ষার্থী ট্রেনে করেই যাতায়াত করছে। সেখানে কীভাবে রেলের এই কারিগরি ত্রুটি ঘটল তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। এই ঘটনার পর থেকে এদিন শিয়ালদহ মেন শাখায় অত্যন্ত ধীরগতিতে চলছে লোকাল ট্রেন। এর ফলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি ফিরতেও দুর্ভোগের মুখে পড়তে হবে বলে আশঙ্কা।
রুদ্রনারায়ণ রায়






