এই বার্জগুলিতে বিভিন্ন রকম গাড়ি পারাপার করানো হয়। তবে সাধারণ যাত্রীদের জন্য ভেসেল পরিষেবা চালু থাকবে। অন্যদিকে জলস্তর বৃদ্ধির ফলে আতঙ্কিত সুন্দরবনের নামখানা, সাগর, পাথরপ্রতিমা, মথুরাপুরের নদী ও সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন:
বেহাল বাঁধ উপচে আবারও নোনা জলে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য জরুরি বৈঠক করেছেন প্রাশাসনিক কর্মকর্তারা। পরিস্থিতি মোকাবিলার জন্য সেচ দফতরের কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।ছোট নৌকা ও পণ্যবাহি নৌকার জন্যও রয়েছে নিষেধাজ্ঞা। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্যও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার রাতের পর থেকে এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2023 4:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
High Tide: ষাঁড়াষাঁড়ির কোটাল! ভয়াবহ বিপদের আশঙ্কা! নদী-সমুদ্রের জলস্তর বাড়ছে হু-হু করে!





