TRENDING:

নামানো হল হোভারক্রাফট, জলপথে ব্যাপক তল্লাশি! মাছি গলার জো নেই দক্ষিণ ২৪ পরগনায়

Last Updated:

দিল্লিতে বিস্ফোরণের পর দক্ষিণ ২৪ পরগনায় নিরপত্তা সুনিশ্চিত করতে শুরু হয়েছে কড়া তল্লাশি ও নাকা চেকিং। সীমান্ত ও জলপথে নজরদারিতে নেমেছে পুলিশ ও কোস্টগার্ড। ২টি ওভারক্রাফট পুরোদমে কাজ শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বকখালি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দিল্লিতে বিস্ফোরণের পর দক্ষিণ ২৪ পরগনায় নিরপত্তা সুনিশ্চিত করতে শুরু হয়েছে কড়া তল্লাশি ও নাকা চেকিং। সীমান্ত ও জলপথে নজরদারিতে নেমেছে পুলিশ ও কোস্টগার্ড। দু’টি হোভারক্রাফট পুরোদমে কাজ শুরু করেছে। কোস্ট গার্ডের ফ্রেজারগঞ্জের ঘাঁটি থেকে জলপথে নিরপত্তা সুনিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলা, ডায়মন্ড হারবার পুলিশ জেলা ও বারুইপুর পুলিশ জেলা একযোগে কাজ করছে।
হোভারক্রাফট
হোভারক্রাফট
advertisement

এ নিয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও নালাভাট জানিয়েছেন, “দিল্লির ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নাকা চেকিং ও জলপথে তল্লাশি চালান হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সাধারণ মানুষজনকে অনুরোধ করা হচ্ছে, কোনও সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত পুলিশকে জানান।”

আরও পড়ুন: বাঁকুড়া স্টেশনে যাত্রীদের আত্মবিশ্বাস জোগাচ্ছে আরপিএফ, গন্ধ শুঁকে নিজের কাজ করছে স্নিফার ডগও! সবই দিল্লি বিস্ফোরণের জের

advertisement

View More

এদিকে ১১৭ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় চেকিং চলছে। বহু জায়গায় গাড়ি থামিয়ে কাগজপত্র ও পরিচয়পত্র দেখা হচ্ছে। এ নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, “সব পয়েন্টেই অভিযান চলছে। আগামী কয়েকদিন কড়া নজরদারি চলবে।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের আগেই জমজমাট দিঘা! কাতারে কাতারে ছুটছে মানুষ, কারণ জানলে আপনিও দৌড়োবেন !
আরও দেখুন

উপকূলরক্ষী বাহিনীও জলপথে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে। দু’টি হোভারক্রাফট নিয়ে টহল চালানো হচ্ছে। ইতিমধ্যেই সেগুলি কাজ শুরু করে দিয়েছে পুরো দমে। এই কথা জানানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটির পক্ষ থেকে। আরও জানা গিয়েছে বাংলাদেশ লাগোয়া নদীপথে টহল বাড়ান হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তা, সেতুতে নাকা পয়েন্ট বসান হয়েছে। প্রতিটি গাড়ি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নামানো হল হোভারক্রাফট, জলপথে ব্যাপক তল্লাশি! মাছি গলার জো নেই দক্ষিণ ২৪ পরগনায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল