এ নিয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও নালাভাট জানিয়েছেন, “দিল্লির ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নাকা চেকিং ও জলপথে তল্লাশি চালান হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সাধারণ মানুষজনকে অনুরোধ করা হচ্ছে, কোনও সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত পুলিশকে জানান।”
advertisement
এদিকে ১১৭ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় চেকিং চলছে। বহু জায়গায় গাড়ি থামিয়ে কাগজপত্র ও পরিচয়পত্র দেখা হচ্ছে। এ নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, “সব পয়েন্টেই অভিযান চলছে। আগামী কয়েকদিন কড়া নজরদারি চলবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উপকূলরক্ষী বাহিনীও জলপথে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে। দু’টি হোভারক্রাফট নিয়ে টহল চালানো হচ্ছে। ইতিমধ্যেই সেগুলি কাজ শুরু করে দিয়েছে পুরো দমে। এই কথা জানানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটির পক্ষ থেকে। আরও জানা গিয়েছে বাংলাদেশ লাগোয়া নদীপথে টহল বাড়ান হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তা, সেতুতে নাকা পয়েন্ট বসান হয়েছে। প্রতিটি গাড়ি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে।






