হাইকোর্টের কর্মীদের নিয়ে বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ড থেকে যাতায়াত শুরু করলো দুটি সরকারি বাস। সকাল সাতটায় নবাবহাট বাসস্ট্যান্ড থেকে বাসদুটি রওনা দিয়েছে। একটি বাস বর্ধমান থেকে শক্তিগড়, গুড়াপ, কামারকুণ্ডু, বারুইপাড়া, ডানকুনি, বালি, বেলুড়, হাওড়া হয়ে হাইকোর্ট যাচ্ছে। অন্য বাসটি বর্ধমান থেকে মেমারি, বৈঁচি, পান্ডুয়া, হয়ে মগরা ব্যান্ডেল, চুঁচুড়া, দিল্লি রোড ধরে দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে হাইকোর্টে যাবে। ছুটির পর সেই পথ ধরেই কর্মীদের নিয়ে বর্ধমানে ফিরবে বাসগুলি। এদিন সকাল সকাল বাসস্ট্যান্ডে আসেন হাইকোর্টের কর্মীরা। নির্দিষ্ট সময়ের কিছু আগেই স্ট্যান্ডে ঢোকে সরকারি বাস দুটি।
advertisement
হাইকোর্টের কর্মীরা বললেন, সাধারণত লোকাল ট্রেনেই যাতায়াত করি। এখন লোকাল ট্রেন চলছে না। পর্যাপ্ত বাসও নেই। হাইকোর্ট সরকারি বাসের ব্যবস্থা করায় সুবিধা হল। তবে এই বাসগুলি ঘুরপথে দেওয়া হয়েছে। তাতে সময় অনেক বেশি লাগবে। তবুও যাতায়াতের বাস মেলায় খুশি তাঁরা।এদিন নবাবহাট বাসস্ট্যান্ড থেকে হাতে গোনা যাত্রী নিয়ে যাত্রা শুরু করল বাসদুটি। পথে অনেকেই সেই বাসে উঠবেন বলে জানিয়েছেন চালকরা।
বাসের সিটে বসা হাইকোর্টের কর্মীরা জানান, সোমবার রাত আটটার পর বাস দেওয়ার কথা জানানো হয়। সেই খবর পেয়েই বাস ধরতে ভোর ভোর উঠে বাসস্ট্যান্ডে আসা।
Saradindu Ghosh